শিরোনাম
সুই দিয়ে কাচ ভেদ শাওলিন সাধুর!
প্রকাশ : ০১ মার্চ ২০১৮, ১৫:৫৮
সুই দিয়ে কাচ ভেদ শাওলিন সাধুর!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের শাওলিন সাধুদের প্রতিভা জগতব্যাপী। সম্প্রতি শাওলিন সাধুরা ক্যামেরার সামনে সুই দিয়ে কাচের কঠিন টুকরো ভেদ করে একটি বেলুন ফাটিয়ে দিয়েছে। আর এ ভিডিওটি অনলাইনে ছাড়ার ২ দিনে ২০ লাখবার প্রদর্শিত হয়।


স্লো মো গাইস নামের একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিও প্রকাশ হয়। ভিডিওতে দুই ব্যক্তি শাওলিন সাধুদের স্টান্ট দেখতে চীনে যান। সেখানে সাধুরা সুই দিয়ে একটি কাচের কঠিন টুকরো ফুটো করে। তারপর সেই ফুটো দিয়ে একটি বেলুনকেও ফাটানো হয়।


কঠিন এই স্টান্ট দেখাতে একজন শাওলিন সাধুকে ১০ বছর সাধনা করতে হয়। ১০ বছর সাধনার করার ফসল এই বিদ্যা। ভিডিওতে এই স্টান্ট দেখানো খুব সহজ ছিল। একই কাজ পর্যটকরা করতে গিয়ে বিফল হয়।


চীনের হেনান প্রদেশে শাওলিন মন্দির। ১৫০০ বছর আগে এই মন্দিরে সাধুরা নানা শারীরিক কসরতের প্রশিক্ষণ নেন। নিজেদের আত্মরক্ষার কৌশল এখানেই তারা পান। সূত্র এনডিটিভি


ভিডিওটি দেখুন




বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com