শিরোনাম
পুরুষ সেজে দুই নারীকে বিয়ে!
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৪৩
পুরুষ সেজে দুই নারীকে বিয়ে!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের উত্তরাখণ্ড রাজ্যে পুলিশ এমন এক নারীকে গ্রেফতার করেছে যিনি নিজের লিঙ্গ পরিচয় লুকিয়ে দুটো বিয়ে করেছেন। স্ত্রীদের একজনের মামলায় সে গ্রেফতার হয়। বৃহস্পতিবার নৈনিতাল জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।


নৈনিতাল পুলিশের এসপি জনমেজয় খান্দুরি বলেন, কৃষ্ণা সেন ওরফে সুইটি সেনকে পুলিশ উত্তর প্রদেশের বিজনোর থেকে বুধবার গ্রেফতার করে।


তিনি বলেন, সুইটি সেন নারী হয়ে পুরুষের সাজতেন। পুরুষ সেজে তিনি ফেসবুকে নারীদের দৃষ্টি আকর্ষণ করতেন। তাদের প্রেমের ফাঁদে ফেলতেন। তারপর বিয়ে করতেন। ফেসবুকে তার নাম কৃষ্ণা সেন। ২০১৩ সালে তিনি ফেসবুকে এই অ্যাকাউন্ট খোলেন। ফেসবুকে তার যেসব ছবি পাওয়া গেছে সবই পুরুষের মত সাজ দেয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বহু নারীর সঙ্গে চ্যাট করেছেন।


এভাবে ২০১৪ সালে এক নারীর সঙ্গে বন্ধুত্ব করতে উত্তরাখণ্ডের হালদোয়ানির কাটগোদাম এলাকায় আসেন। যে নারীর সঙ্গে তিনি বন্ধুত্ব করতে চান তাকে তিনি আলীগড়ের সিএফএল বাতির ব্যবসায়ী বলে পরিচয় দেন। তারপর তাদের বিয়ে হয় অন্যসব বিয়ের মতই। বিয়ের পর কৃষ্ণা সেন তার স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করেন। বাতি কারখানার নাম করে সে মেয়ের পরিবার থেকে ৮ লাখ টাকা নেয়। তখনও তাদের কেউ জানতে পারেনি কৃষ্ণা সেন পুরুষ নয় মেয়ে। কারণ চতুর কৃষ্ণা সেন তার শরীর স্ত্রীকে দেখাতেন না। আর সেক্স করার সময় সাহায্য নিতেন সেক্স টয়ের। পুলিশের জিজ্ঞাসাবাদে কৃষ্ণা সেন এসব বলে।


২০১৬ সালের এপ্রিলে কৃষ্ণা সেন কালাধুনগি শহরের আরেক নারীকে ফাঁদে ফেলে। পরে তাকে বিয়ে করে। দ্বিতীয় এই স্ত্রী প্রথম স্ত্রীর বিয়েতে অতিথি হিসেবে এসেছিল। পরে কৃষ্ণা সেন তার দুই স্ত্রী হালদোয়ানির এক বাড়ি ভাড়া করে রাখেন। এরই মধ্যে দ্বিতীয় স্ত্রী জেনে যায় কৃষ্ণা সেন ছেলে নয়। সে আসলে মেয়ে। পুরুষের ভাব নিয়ে থাকে। দ্বিতীয় স্ত্রীকে টাকা দিয়ে মুখ বন্ধ রাখে সে। এদিকে প্রথম স্ত্রী হালদোয়ানি থানায় তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করে। প্রথম স্ত্রীর মামলাতে গ্রেফতার হয় কৃষ্ণা সেন ওরফে সুইটি সেন।


পুলিশ কৃষ্ণা সেনের ডাক্তারি পরীক্ষা নিয়েছে। সে মেয়ে তারা জানতে পেরেছে। এখন পুলিশ কৃষ্ণা সেনের পরিবারকে খুঁজছে যারা তার বিয়েতে ও আশীর্বাদে মা বাবা সেজে এসেছিল। সূত্র : হিন্দুস্তান টাইমস


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com