শিরোনাম
পানির কল মেরামত করে লাখ পাউন্ড !
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪৭
পানির কল মেরামত করে লাখ পাউন্ড !
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পানির কল মেরামতকারী একজন মিস্ত্রীর বার্ষিক আয় কতো হতে পারে, এমনকি ব্রিটেনের মতো ধনী দেশেও?


৩৪ বছর বয়সী স্টিফেন ফ্রাই একজন পানির কল মেরামতকারী মিস্ত্রী। সারাদিন ঘুরে ঘুরে পানির কল মেরামত করেন, কারো পানির ট্যাপ নষ্ট হয়ে গেলে বদলে দেন। এই কাজ করেই তার বার্ষিক আয় ২১০,০০০ পাউন্ড। আর তাই তিনি থাকতে পারেন লন্ডনের সবচাইতে দামী এলাকায়। আর পরিবারপরিজন নিয়ে একবার মালদ্বীপে ছুটিও কাটিয়ে এসেছেন।


তার এতো বেশি আয়ের প্রধান কারণটি হলো, তিনি যে এলাকায় কাজ করেন সেখানে এ কাজটি করার মতো আর কেউ নেই। তাছাড়া কঠোর পরিশ্রমও করেন ফ্রাই। প্রায় দিনই সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাজ করেন ; সব মিলিয়ে সপ্তাহে ৫৮ ঘন্টা।


তিনি কাজের সময় কফি ও রেড বুল পান করেই কাটিয়ে দেন। অবসর পেলে সময়টা কাটান পরিবারের সঙ্গেই। সূত্র : খালিজ টাইমস


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com