শিরোনাম
এবার আসছে লেডিস চিপস!
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২৩
এবার আসছে লেডিস চিপস!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চিপস খেতে কে না ভালোবাসে। আওয়াজ করে চিপস খাওয়া বাচ্চাদের প্রিয়। তবে ভারতের অনেক নারী শব্দ করে চিপস খেতে পছন্দ করেন না।


চিপস খেলে করমর আওয়াজ হবে। এটাই স্বাভাবিক। খোলা জায়গায় সবার সামনে নারীরা আওয়াজ করে কোনো কিছু খেতে লজ্জা পান। তাই তারা চিপস খেতে বঞ্চিত থাকেন। আর এদের সমস্যা দূর করতে এগিয়ে এলেন পেপসিকো কোম্পানির সিইও ইন্দ্রা নুয়ি।


সম্প্রতি তিনি কোম্পানির হয়ে নতুন ধরনের চিপস তৈরির ঘোষণা দেন। নারীদের জন্য এই চিপস তৈরি হবে। আর এতে আওয়াজ হবে কম। যাতে নারীরা বাড়ি বাইরে যেকোনো জায়গায় পটাপট চিপস খেতে পারেন। একে লো ক্রান্চ চিপস বলেন তিনি। নারী বান্ধব চিপস তিনি বাজারে আনবেন।


আর এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে শুরু হয় বিতর্ক। লেডিস চিপস কি শুধু নারীরাই খাবে। পুরুষদের কি এই চিপস খাওয়ার অধিকার নেই?


অনেকে আবার অন্য সব পণ্যের মত চিপসকে নারী ও পুরুষে ভাগ করা ঠিক মনে করছেন না। হ্যাশ ট্যাগ দিয়ে অনেকে এই খবরের নজর আকর্ষণ করছেন। অনেকে মন্তব্য করছে নারীদের কত কিছুতে অসুবিধা। চিপসে নজর না দিয়ে ওসব বিষয়ে নজর দেয়া দরকার। সূত্র.এনডিটিভি


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com