শিরোনাম
স্কার্টের নামে লুঙ্গি বিক্রি ?
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৬
স্কার্টের নামে লুঙ্গি বিক্রি ?
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফ্যাশন নাকি চক্রাকারে ঘুরে ফিরে আসে। লুঙ্গির ভাগ্যে কি সেটাই ঘটতে যাচ্ছে।


দক্ষিণ আর দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে পুরুষদের পোশাক লুঙ্গি। একালে কিছুটা অবহেলিত। কিন্তু সেই লুঙ্গিই কি এবার জায়গা করে নিয়েছে নামী স্প্যানিশ ফ্যাশন ব্র্যান্ড জারার ক্যাটালগে। এ নিয়ে তর্ক-বিতর্ক আর বিদ্রুপের ঝড় বয়ে যাচ্ছে টুইটারে-ফেসবুকে।


লুঙ্গি হচ্ছে টিউব আকৃতির একটি পোশাক, যেটি কোমরে পেঁচিয়ে সামনে একটা গিঁট দিয়ে পড়তে হয়। শুধু দক্ষিণ বা দক্ষিণ পূর্ব-এশিয়া নয়, আরব বিশ্ব বা পূর্ব আফ্রিকার কোনো কোনো দেশেও লুঙ্গির চল আছে। বলা হয়ে থাকে, গরম ও আর্দ্র আবহাওয়ার দেশে লুঙ্গির মতো আরামদায়ক পোশাক আর হয় না। আবার দামও খুব বেশি নয়, কয়েক ডলার মাত্র।


স্প্যানিশ ফ্যাশন ব্যান্ড ‘জারা’ যে পোশাকটি বাজারে ছেড়েছে সেটিকে তারা বলছে ‘চেক মিনি স্কার্ট’। দেখতে একেবারেই লুঙ্গির মতো। তবে পেছনে একটা জিপার আছে, সেটা সেলাইয়ের ভাঁজের মধ্যে লুকোনো।



কিন্তু জারা তাদের এই পোশাককে যে নামেই ডাকুক, টুইটারে যে বিতর্ক এখন চলছে, সেখানে একটা বিষয়ে ঐকমত্য দেখা যাচ্ছে যে, এটি আসলে লুঙ্গি ছাড়া আর কিছু নয়! জারার ক্যাটালগে এই পোশাক দেখে অনেকেই তাদের বিস্ময় চেপে রাখতে পারছেন না।


যে পোশাকটি পুরুষদের পোশাক হিসেবে দেখতে অভ্যস্ত সবাই, বাবা-চাচারা যে পোশাক পরেন, সেটি কিভাবে মেয়েদের ফ্যাশন হয়ে উঠলো, সেই প্রশ্ন অনেকের। আর এই লুঙ্গিকে স্কার্ট নামে চালিয়ে যে দামে বিক্রি করা হচ্ছে, সেটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে চোখ কপালে তুলছেন অনেকে।


ব্রিটেনে জারা এই পোশাক বিক্রি করছে ৬৯ পাউন্ডে (৯৮ ডলার)। এনিয়ে টুইটারে একজন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, চাচার ৩ পাউন্ডের লুঙ্গি জারা ৭০ পাউন্ডে বিক্রির চেষ্টা করছে #সাবাস#লুঙ্গিড্যান্স।



পুরুষদের পোশাক লুঙ্গিকে এভাবে ‘স্কার্ট’ নামে চালিয়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কেউ কেউ। মাজিদ নামে আরেকজন টুইটারে লিখেছেন, জারা লুঙ্গি বিক্রি করছে এবং এটিকে বলছে ‘সামনে কুচি দেয়া ছড়ানো স্কার্ট’ তাহলে মসলা দোসাকে বলতে হবে, মসলামাখানো আলু দিয়ে প্যানে ভাজা রাইস প্যানকেক#।


তাদের প্রশ্ন, কেন জারা একটিবারের জন্যও কোথাও উল্লেখ করলো না এই পোশাকের আসল নাম বা কোত্থেকে এই ফ্যাশনের অনুপ্রেরণা তারা পেয়েছে! অন্য দেশের সাংস্কৃতিক ঐতিহ্য এভাবে ভিন্ন নামে বাজারজাত করে চড়া মূল্যে বিক্রি করে মুনাফা লোটা কতটা নৈতিক, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com