শিরোনাম
ক্যাপ্টেন কুকের গায়ে গোলাপী রঙ!
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০১৮, ১৬:৪৯
ক্যাপ্টেন কুকের গায়ে গোলাপী রঙ!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়া দিবসকে সামনে রেখে কে বা কারা ব্রিটিশ ক্যাপ্টেন জেমস কুকের ভাস্কর্য গোলাপী রঙে ঢেকে দিয়েছে। রঙ দিয়ে ঢালা হয়েছে মেলবোর্ন চিড়িয়াখানা এলাকায় বার্ক ও উইলস ভাস্কর্যেও।


বৃহস্পতিবার সিডনি হাইড পার্কে স্থাপিত কুকের ভাস্কর্যের মাথায় কে বা কারা গোলাপী রঙ ঢেলে দেয়। ভাস্কর্যের পাদদেশে লেখা হয় 'নো প্রাইড'। যারা রঙ ঢেলেছে তারাই এ কাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।


আইরিশ পুলিশ কর্মকর্তা রবার্ট ও'হারা বার্ক ও ব্রিটিশ সার্ভেয়র উইলিয়াম জন উইলসের স্মরণ তৈরি করা হয় বার্ক ও উইলস ভাস্কর্য। নীল পাথরের তৈরি সেই ভাস্কর্যের গায়ে ঢেলে দেয়া হয়েছেন সবুজ রঙ।


বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ফেডারেল সিটিজেনশিপ মন্ত্রী অ্যালান তুজ এটিকে 'অসসম্মানজনক' হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেন, 'জাতীয় ঐতিহ্যের অবমাননা করে এমন ব্যক্তিরা কিছুই অর্জন করতে পারবে না। তারা আমাদের ইতিহাস আবার লিখতে পারবে না।' যারা এ কাণ্ড ঘটিয়েছে তাদের 'অপদার্থ' আখ্যা দিয়েছে অস্ট্রেলিয়ার রাজনীতিবিদ স্কট মরিসন। সূত্র: দ্য গার্ডিয়ান


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com