শিরোনাম
ক্যাচ ধরেই ৩০ লাখ টাকা দর্শকের
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৮, ১৫:১২
ক্যাচ ধরেই ৩০ লাখ টাকা দর্শকের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মাঠে গেলেন খেলা দেখতে, জিতে এলেন লাখ টাকা! তাও আবার এক-দুই লাখ নয় একেবারে ৩০ লাখ টাকা। নিউজিল্যান্ডে লিমিটেড ওভার ক্রিকেটে একটি প্রতিযোগিতা এখন চালু রয়েছে। গ্যালারিতে বসে ক্যাচ ধরলেই দর্শক পাবেন ২৬,৪০০ পাউন্ড।


বাংলাদেশি টাকায় তা ৩০ লাখ ২৮ হাজারের সামান্য বেশি। ডুনেডিনে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচ চলাকালে মার্টিন গাপটিলের একটি ক্যাচ ধরেই একেবারে লাখপতি বনে গেলেন এই দর্শক।


এক হাতে ক্যাচ ধরে সবাইকে চমকে দেন ওই দর্শক। ক্যাচটা ধরার পরেই স্বভাবতই আনন্দে লাফাতে থাকেন তিনি। কারণ পুরস্কারের বিষয়টা তো আগের থেকেই সবার জানা ছিল।


বিশাল অঙ্কের প্রাইজমানি জেতার পর ওই দর্শক বলেন, এই রকম একটা ক্যাচ আমি বড়দিনের আগে দু`হাতে মিস করেছিলাম। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি ক্যাচটা ধরেছি, তবে ক্যাচ ধরার এই অনুভূতিটা কিন্তু দারুণ।


অপরদিকে আউট হয়েও গাপটিলকে দেখা যায় ব্যাট উচিয়ে ওই দর্শকে স্বাগত জানাচ্ছিলেন। মুখে হাসি নিয়ে ওই ক্যাচের উদযাপনে শামিল হন তিনি।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com