শিরোনাম
এক পয়সার দাম আড়াই কোটি টাকা!
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০১৮, ১৭:৪১
এক পয়সার দাম আড়াই কোটি টাকা!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেখতে সামান্য কিন্তু অমূল্য রতন। মানে হলো, এক পয়সা এখন অমূল্য রতন। কেমন করে বুঝলেন না তো! বুঝিয়েই বলছি। আমেরিকান এক সেন্টের মুদ্রা এটি, যার বর্তমান বাজার মূল্য ৩ লাখ ডলার বা আড়াই কোটি টাকা! কারণ এটি আমেরিকার প্রথম কপার কয়েনগুলোর একটি।


১৭৯৩ সালে বানানো ওই কয়েন ফিলাডেলফিয়ার ইউএস মিন্টে পাওয়া গেছে। এটিকে আমেরিকার সর্ববৃহৎ কয়েন ও কারেন্সি সংগ্রাহকদের মেলা বলা হয়।


ডালাসের হেরিটেজ অকশন্স এর মুদ্রা বিশেষজ্ঞ মার্ক বর্ককার্ডট বলেন, জর্জ ওয়াশিংটনের সময়কার এই এক পয়সা খুঁজে পাওয়া ৫০০টির মতো পেনির একটি। আরেকটি দামি পয়সার মধ্যে রয়েছে অর্ধেক ডলারের কয়েন। নিউ অরলিয়ান্সে ওটা বাজারে আসে ১৮৩৮ সালে। এটি প্রথম বানানো ২০টি মুদ্রার একটি।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com