শিরোনাম
নাবালিকাদের বিয়ে ঠেকাতে নতুন অ্যাপ চালু
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৭, ১৩:০৪
নাবালিকাদের বিয়ে ঠেকাতে নতুন অ্যাপ চালু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্কুল পড়া নাবালিকাদের বিবাহ ঠেকাতে নতুন অ্যাপ চালু করতে চলেছে ভারতের কলকাতা সরকার৷ প্রত্যেকটি স্কুলের কর্তৃপক্ষকে এই অ্যাপটি দেওয়া হবে।


এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে শিক্ষক/শিক্ষিকারা ছাত্রীদের উপস্থিতি নথিভুক্ত করবেন। কোনো ছাত্রী পরপর পাঁচদিন টানা অনুপস্থিত হলে স্কুল কর্তৃপক্ষ এবং প্রশাসনকে তৎক্ষণাৎ জানানো হবে।


ইউনেস্কো এবং অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজ অফ ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই অ্যাপ আনছে কলকাতা সরকার। মালদহ জেলা প্রশাসন ও স্কুল শিক্ষা দপ্তর যুক্ত এই প্রকল্পে। সারা রাজ্যে এই অ্যাপ্লিকেশন চালু করার আগে মালদহ জেলাকে বেছে নেওয়া হয়েছে পাইলট প্রোজেক্ট হিসেবে।


বাল্যবিবাহ রুখতে এর আগেই কন্যাশ্রী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার৷ যার ফলও মিলেছে৷ এই অ্যাপ চালু মাধ্যমে এই সামাজিক ব্যাধি আরো কমবে বলেই মনে করছে প্রশাসন।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com