শিরোনাম
৬২ তলা থেকে স্টান্টবাজ ইয়ংনিনের মৃত্যু
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৭, ০৪:২৭
৬২ তলা থেকে স্টান্টবাজ ইয়ংনিনের মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শুধু প্রথম চীনা রুফটপার হিসেবে নয়, রোমহর্ষক বেশ কিছু ছবি তুলে সোস্যাল মিডিয়ায় দারুণ সাড়া ফেলেছিলেন স্টান্টম্যান ইউ ইয়ংনিন। কখনও বহুতলের কার্নিশে দাঁড়িয়ে বা আবার কখনও আকাশছোঁয়া উচ্চতায় প্রায় ঝুলন্ত অবস্থায় তার ছবি এবং লাইভ স্ট্রিমিং নেটদুনিয়ায় খুব জনপ্রিয়।


স্রেফ শখের বশে করা এমন দুঃসাহসী কাজগুলোকে এক সময় পেশা হিসেবেই বেছে নেন তিনি। কিন্তু অবশেষে এটাই কাল হয়ে দাঁড়াল। ৬২ তলা উচুঁ বিল্ডিংয়ের ছাদ থেকে পড়ে প্রাণ হারালেন ২৬ বছরের তাজা প্রাণ ইউ।


প্রদর্শনেচ্ছা মৃত্যুর সাক্ষী হয়ে থাকলো ক্যামেরায়। সেদিন স্টান্টের জন্য চাংশার হুয়াউয়ান ইন্টারন্যাশনাল সেন্টারের ৬২ তলায় পৌঁছে গিয়েছিলেন ইউ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পুল-আপ করার সময় হাত ফসকে পড়ে যান ৪৫ ফুট নিচে।


আর এভাবেই দুঃসাহসী স্টান্টবাজ ইউ ইয়ংনিন অধ্যায়ের করুণ পরিণতি ঘটে। তবে এমন মৃত্যুকে অকস্মাৎ দুর্ঘটনা বলেই জানানো হয়েছে পুলিশের তরফে।


বিবার্তা/শাহনেওয়াজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com