শিরোনাম
ছেলের খোঁজে ১৫০০ মাইল
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৪
ছেলের খোঁজে ১৫০০ মাইল
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

১১ বছরের প্রতিবন্ধী ছেলে। নিখোঁজ হয়েছে ছয় মাস আগে। সাহায্যের জন্য বাবা ছুটে গিয়েছিলেন পুলিশের কাছে ; কিন্তু মেলেনি। শূন্য হাতেই ফিরতে হয় ভারতের উত্তরপ্রদেশের হাতরসের কৃষক সতীশ চন্দকে।


শেষ পর্যন্ত ছেলের খোঁজে নিজের সাইকেল নিয়ে পথে নামেন সতীশ। এভাবে চলতে চলতে নিজের রাজ্য পেরিয়ে চলে গিয়েছেন দিল্লি, হরিয়ানা। পাঁচ মাস ধরে ১ হাজার ৫০০ কিলোমিটার পথ সাইকেলে অতিক্রম করে ফেলেছেন সতীশ। তবুও মেলেনে ছেলের খোঁজ।


জানা গেছে, সতীশ যেখানে গিয়েছেন সেখানেই পথে-ঘাটের মানুষকে ছেলের ছবি দেখিয়ে জানতে চেয়েছেন কেউ তাকে দেখেছে কি না। কিন্তু কেউই সন্ধান দিতে পারেনি। এরপরও দমে যাননি আটচল্লিশের এই কৃষক। ছেলেকে খুঁজে পাওয়ার আশাতেই সাইকেলের প্যাডেলে পা চালিয়ে যাচ্ছেন তিনি।


সতীশ বেশ আক্ষেপের সঙ্গে বলেন, ‘লোকে আমাকে জিজ্ঞাসা করে কেন এমন পদক্ষেপ নিলাম। কিন্তু তারা বোঝে না, সন্তান হারানোর যন্ত্রণা কতটা তীব্র!’


তিনি জানান, ২০০৫ সালে মেয়ে সরিতা অসুখে ভুগে মারা যায়। ২০১১ সালে মারা যায় তার অন্য এক সন্তান। গত ২৪ জুন ছেলে গডনাও নিখোঁজ হয়। শেষ সম্বলকে খুঁজতে তাই আর পিছনের দিকে তাকাননি তিনি।


সতীশ জানান, ২৪ জুন বাড়ি থেকে স্কুলের যায় গডনা। বাড়ি থেকে স্কুল এক কিলোমিটারের মধ্যেই। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি না ফেরায় স্কুলে খোঁজ নিতে যান তিনি। কিন্তু সেখানেও ছেলেকে না পেয়ে তার কয়েক জন বন্ধুর বাড়িতে যান। পথে যেতে যেতে কেউ একজন তাকে জানান, গডনাকে সাসনি রেলস্টেশনে দেখা গিয়েছে। সেখানেও ছুটে যান তিনি, কিন্তু হদিস পাননি তার ছেলের।


চারদিন খোঁজার পর ২৮ জুন পুলিশের দ্বারস্থ হন সতীশ। তার অভিযোগ, পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে। বার বার অনুরোধ সত্ত্বেও কোনও কান দেয়নি পুলিশ। অগত্যা নিজেই ছেলেকে খুঁজতে বেরিয়ে পড়েন নিজের সাইকেল নিয়ে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com