শিরোনাম
চারদিন সাজা খাটল ‘গাধা’
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৭, ১১:১৫
চারদিন সাজা খাটল ‘গাধা’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আইনের ঊর্ধ্বে কেউ নয়। এটা যেন প্রমাণ করে দেখাল ভারতের উত্তরপ্রদেশের পুলিশ। শত অপরাধী পার পেলেও, সম্পত্তি নষ্টের অভিযোগে গাধাকে ছাড়েনি যোগী আদিত্যনাথের রাজ্যের পুলিশ।


ভারতের উত্তর প্রদেশের জলৌন জেলার উরাইতে এক পাল গাধাকে কারাগারের সম্পত্তি নষ্টের অভিযোগে জেলবন্দি করে রাখা হয় চারদিন। জেল খেটে তারপর মুক্তি পেল গাধার দল।


উরাই জেলা সংশোধনাগারের মূল্যবান সম্পত্তি নষ্ট ও জেলের মধ্যের চারাগাছ খাওয়ার অভিযোগ ছিল আটটি গাধার বিরুদ্ধে। চারদিন জেলে আটকে রাখার পরে সোমবার স্থানীয় এক নেতার মধ্যস্থতায় গাধার দলকে মুক্তি দিয়েছে জেল কর্তৃপক্ষ।


উরাই জেলের হেড কনস্টেবল আরকে মিশ্র জানিয়েছেন, সম্পত্তি নষ্টের অভিযোগেই গাধার দলকে আটকে রাখা হয়েছিল। ২৪ নভেম্বর এগুলোকে গ্রেফতার করা হয়।


মালিক কমলেশ নামে এক ব্যক্তির গাধা ছিল এগুলো। প্রথমে পুলিশ গাধাগুলোকে ছাড়তে চায়নি। সেজন্য কমলেশকে স্থানীয় রাজনীতিকের সাহায্য নিতে হয়। তিনি জেলে গিয়ে মধ্যস্থতা করে সোমবার গাধাদের মুক্ত করে নিয়ে মালিকের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করেন। সূত্র: ওয়ান ইন্ডিয়া


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com