শিরোনাম
মহিলার দুই জরায়ুতে দুটি সন্তান!
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৭, ২০:১৫
মহিলার দুই জরায়ুতে দুটি সন্তান!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পশ্চিমবঙ্গের বনগাঁর বাসিন্দা বাইশ বছরের গৃহবধূ টুম্পার প্রসব ব্যথা উঠলে যথারীতি তাকে হাসপাতালে নেয়া হয়। নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হলো। কিন্তু চিকিৎসক বুঝতে পারলেন মহিলার পেটে আরেকটি সন্তান রয়েছে। কিন্তু সেটি স্বাভাবিকভাবে ডেলিভারি হচ্ছিলো না।


কারণ অনুসন্ধান করতে গিয়ে চিকিৎসক বুঝলেন ওই সন্তানটি আছে আরেকটি জরায়ুতে। অর্থাৎ ওই মহিলার জরায়ু দুটি! যদিও দুটি জরায়ু থাকা একেবারে বিরল নয়। তবে একইসাথে দুই জরায়ুতে সন্তান ধারণের ব্যাপারটি বিরলই বটে!


টুম্পাদেবীর বাড়ি বনগাঁর গোপালনগর থানা এলাকার চালকি গ্রামে। সন্তানসম্ভবা টুম্পার রক্তপাত হলে বাড়ির লোকেরা দ্রুত তাকে বনগাঁর একটি নার্সিং হোমে ভর্তি করান। সেখানেই চিকিৎসক বিশ্বজিৎ হালদার টুম্পাদেবীর অস্ত্রোপচার করেন। আর তখনই ধরা পড়ে এই ঘটনা।


টুম্পার পরের সন্তানটি অস্ত্রোপচারের মাধ্যমে ভূমিষ্ঠ হয়। দুই সন্তানের একটি ছেলে ও অপরটি মেয়ে।


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com