শিরোনাম
বিভিন্ন দেশে নিষিদ্ধ যেসব আজব জিনিস
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫১
বিভিন্ন দেশে নিষিদ্ধ যেসব আজব জিনিস
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কিছু কিছু দেশে মদ খাওয়া কিংবা নারীদের একা বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। বিশ্বের আরো অনেক দেশে এমন হাজারো নিষেধাজ্ঞা রয়েছে। তবে পাঁচটি দেশ এমন পাঁচটি বস্তু নিষিদ্ধ করেছে, যার কারণ জানলে চমকে উঠবেন। সেগুলো হলো-

 

নীল রঙের জিনস: উত্তর কোরিয়ায় নীল রঙের জিনস নিষিদ্ধ। দেশটির শাসক কিম জং উন মনে করেন, নীল রঙের জিনস যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের প্রতীক। সেজন্যই শত্রু দেশের পক্ষে যা গর্বের, নিজের দেশে তা নিষিদ্ধ করেছেন স্বৈরাচারী এ শাসক। তবে কালো জিনস পরা যায়। নীল জিনসের পাশাপাশি উত্তর কোরিয়ায় পিয়ার্সিংও নিষিদ্ধ।

 

চুইংগাম: সিঙ্গাপুরে চুইংগাম চিবানো নিষিদ্ধ। শুধু চিবানোই নয়, এর উৎপাদনসহ চুইংগাম সংশ্লিষ্ট সকল ব্যবসা-বাণিজ্যও নিষিদ্ধ। কিন্তু দাঁতের ডাক্তারের প্রেসক্রিপশন থাকলে যত ইচ্ছে চিবানো যায়। জানা যায়, সিঙ্গাপুরে ১৯৯২ সালের দিকে চুইংগামের দৌরাত্ম্য এত বেশি বেড়ে যায়, জনগণ এটি চিবিয়ে যত্রতত্র ফেলে রাখতো। মজা করতে অফিসের চেয়ার, টেবিল, দরজা, লিফটের বোতাম এমনকি তালার ফুটোতেও লাগিয়ে দিত।

 

ফেসবুক: পাকিস্তানে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ। ২০১০ সালে পাকিস্তান ফেসবুককে ব্লক করে। কারণ, ফেসবুকে কেউ মহানবী হজরত মোহাম্মদ (স.) এর ছবি আঁকার এক প্রতিযোগিতা আহ্বান করেছিল। পাকিস্তান সরকারের টেলি কমিউনিকেশন মন্ত্রণালয় ইউটিউব ও উইকিপিডিয়াও নিষিদ্ধ করেছে।

 

শব্দ হয় এমন জুতা: ইতালিতে শব্দ হয় এমন জুতা নিষিদ্ধ। গোটা দেশে না হলেও ক্যাপ্রি নামের শহরটিতে এমন জুতো পরলে জরিমানা গুণতে হয়। এছাড়া, সৈকতে বালির প্রাসাদ বানানোও দেশটিতে নিষিদ্ধ।

 

প্রকাশ্যে নাচানাচি: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রকাশ্যে নাচানাচি নিষিদ্ধ। এমনকি সঙ্গীতানুষ্ঠানে মাথা নাড়ানো, তাল দেয়াও নিষিদ্ধ। তবে হাততালি চলতে পারে।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com