শিরোনাম
টিস্যু থেকে উৎপাদন হবে বিদ্যুৎ!
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০০
টিস্যু থেকে উৎপাদন হবে বিদ্যুৎ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

টয়লেট থেকে শুরু করে রান্নাঘর, খাবার টেবিল- সব জায়গায়ই অত্যন্ত প্রয়োজনীয় এক উপকরণ টিস্যু পেপার। সাধারণত ব্যবহারের পর ডাস্টবিনেই জায়গা হয় এর। তবে কয়েকজন বিজ্ঞানীর মতে, ফেলে দেয়া এ টিস্যু থেকেই উৎপাদন করা যেতে পারে বিদ্যুৎ।

 

বিজ্ঞানীদের মতে, ফেলে দেয়া টিস্যু পেপার সহজেই renewable electricity উৎপাদন করতে পারে এবং এর জন্য ব্যয়ও খুব বেশি হবে না। টিস্যুতে রয়েছে কার্বনের উৎস, ৭০-৮০ শতাংশ সেলুলোজ (শুষ্ক)।এসবই প্রয়োজন বিদ্যুৎ উৎপাদনে।

 

আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, ব্যবহৃত টিস্যু পেপার ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের এ পদক্ষেপ যুগান্তকারী হতে চলেছে। সোলার বা উইন্ড এনার্জির সরবরাহে অনেকসময় ঘাটতি থাকলেও টিস্যু পেপার এমন একটি উৎস, যার যোগানে ঘাটতি হবে না৷ পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনের কাজেও ব্যয় বেশি হবে না বলেই মত গবেষকদের৷

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com