শিরোনাম
জন্মদাগই বলবে আপনার গোপন রহস্য
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৪
জন্মদাগই বলবে আপনার গোপন রহস্য
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনেকের শরীরেই জন্মদাগ দেখা যায়। অনেকে একে জরুলও বলে থাকেন৷ বংশ পরম্পরায়ও এই দাগ দেখা যায়৷ কেন হয় এ ধরনের হালকা বাদামি বা কালো দাগ- সে বিষয়ে কেউই তেমন মাথা ঘামান না। তবে এ জন্মদাগই বলবে আপনি কেমন মানুষ। ১৯৬০ সালে চিকিৎসক ইয়ান স্টিভনসন এ বিষয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছিলেন৷ সেগুলো হলো-

 

কাঁধ: বাঁ দিকের কাঁধে এ ধরনের দাগ থাকলে মনে করা হয়, ব্যক্তি আর্থিক অনটনের মধ্য দিয়ে জীবনযাপন করবেন৷ কিন্তু ডান কাঁধে জন্মদাগ থাকলেই আবার বিপরীত অবস্থা৷ ধন-সম্পত্তিতে আপনি পরিপূর্ণ থাকবেন৷

 

ঘাড়ের ডান দিকে: এর অর্থ সেই ব্যক্তি এককথায় ঘরকুনো। তবে ঘরকুনোর থেকেও বলা ভালো, ওই ব্যক্তি নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এবং সেই সঙ্গে শান্ত স্বভাবের৷

 

নাক: নাকে জন্মদাগ থাকার অর্থ আপনি একজন সৃজনশীল ব্যক্তি, যার শিল্পকলার প্রতি আলাদা একটা টান রয়েছে৷

 

পা: ধারণা করা হয়, পায়ে জন্মদাগ থাকলে সেই ব্যক্তির প্রতিভা বিকশিত হয় না ঠিকঠাক, কারণ তার সিদ্ধান্ত নিতেই সময় চলে যায়৷ তাই তিনি অন্যদের থেকে পিছিয়েও পড়েন৷ অবার যাদের পায়ের নিচে জন্মদাগ আছে, তারা ভ্রমণপিপাসু হন৷

 

বুক: বুকের বাঁ-দিকে জন্মদাগ থাকাও নাকি সৌভাগ্যের প্রতীক। যার এমন দাগ রয়েছে সে প্রায় সব পদক্ষেপেই নাকি সফল হয়। আবার বুকের ডানদিকের কিছুটা নিচে এই দাগ থাকলেও কিন্তু সৌভাগ্য আপনার সঙ্গেই থাকবে বলে ধারণা করা হয়।  

 

পেট: এ ধরনের ব্যক্তিরা স্বার্থপর গোছের হয়৷ তাই এদের থেকে একটু দূরত্ব বজায় রাখাই ভালো৷

 

হাতের আঙুল: কোনো ব্যক্তির হাতে অথবা হাতের আঙুলে জন্মদাগ থাকলে তিনি নিজের কাজ নিজে করতেই ভালবাসেন বলে ধারণা করা হয়৷

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com