শিরোনাম
আপনার পছন্দের রং-ই জানাবে আপনি কেমন
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫২
আপনার পছন্দের রং-ই জানাবে আপনি কেমন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনেকে উজ্জ্বল রং পছন্দ করেন। আবার অনেকের পছন্দ একেবারে হালকা রং। যার মধ্যে সাদা হয়তো থাকে তালিকার একদম ওপর দিকে। আবার একই ব্যক্তির দু’টি রং সমান পছন্দের হতে পারে। স্বাভাবিক দৃষ্টিতে এটি মনে হতে পারে খুব সাধারণ একটি বিষয়।

 

তবে মনোবিদদের বক্তব্য সম্পূর্ণ আলাদা। তাদের মতে, পছন্দের রং বলে দিতে পারে একটি মানুষ সম্পর্কে। তার ব্যক্তিত্বের বিশেষ কয়েকটি দিক নাকি খুব সহজেই অনুধাবন করা যায় তার পছন্দের রং দিয়ে। আসুন জেনে নেই কোন রঙের পছন্দকারী ব্যক্তি মানুষ হিসেবে কেমন।


বেগুনি: আপনি একজন পারফেকশনিস্ট। যেকোনো কাজ নিখুঁতভাবে করাটাই আপনার ব্যক্তিত্বের মাপকাঠি। অত্যন্ত আবেগপ্রবণও।

 

নীল: এরা রক্ষণশীল। নিজস্ব চিন্তাধারা ও বিশ্বাস নিয়ে বাঁচেন তারা। অন্যকে খুশি করার জন্য নিজের আদর্শ কখনোই বদলান না।

 

আকাশি: আপনি অত্যন্ত সৎ ও সহানুভূতিশীল। যে কারণে খুব সহজেই মানুষ আপনাকে বিশ্বাস করতে পারে। 

 

সবুজ: খুব অল্পতেই খুশি হন এরা। নিজের কাজের সামান্যতম স্বীকৃতি পেলেই আনন্দ পান।

 

হলুদ: যুক্তিই আপনাকে বর্ণনা করে। দৈনন্দিন জীবনের প্রতিটি বিষয়েই আপনি যুক্তি খুঁজে বেড়ান। 

 

কমলা: তারা অত্যাধিক সামাজিক হন। মানুষের সঙ্গে মিশতে যেমন পছন্দ করেন, তেমনি সকলে তাদের খুব সহজেই গ্রহণ করে নেয়। 

 

লাল: লাল রং পছন্দ করেন যারা, তারা অত্যন্ত বহির্মুখী হন। তাদের জীবন হয় ‘অ্যাকশন ওরিয়েন্টেড’। অর্থাৎ, তারা খুবই কর্মতৎপর ও আত্মবিশ্বাসী।

 

সাদা: এরা পরিষ্কার-পরিচ্ছন্নতা পছন্দ করেন। খুবই খোলা মনের মানুষ হন। তাই সামান্যতম খুঁত দেখলেই বিরক্ত হন।

 

কালো: তারা এতটাই আত্মবিশ্বাসী, সহজে কেউ তাদের নাগাল পায় না। তারা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ ও দৃঢ়প্রতিজ্ঞ।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com