শিরোনাম
কানাডা শব্দের অর্থ ‘বড় গ্রাম’
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৭, ০৮:১৬
কানাডা শব্দের অর্থ  ‘বড় গ্রাম’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

কানাডা একটি ইন্ডিয়ান শব্দ, যার মানে হলো Big Village বা বড় গ্রাম।


কানাডায় যত সংখ্যক লেক আছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই সংখ্যক লেক নেই।


কেউ যখন ঘুম এর মধ্যে নাক ডাকে এর অর্থ হচ্ছে সে স্বপ্ন দেখছে না!


প্রতিদিন একটি পাকা টমেটো খেলে শরীরের রক্তকনিকা বাড়ে, ফলে ত্বক পরিষ্কার হয়।


ছোট এলাচ, খেঁজুর ও আঙ্গুর একসঙ্গে পিষে মধু মিশিয়ে খেলে হাঁপানির কষ্ট কমে।


কাঁচা হলুদ গরম করে গন্ধ শুকলে সর্দি-কাশিতে উপকার পাওয়া যায়।


জিভে ঘা হলে, পানির সাথে কর্পূর গুলে জিভ কয়েকদিন ধুলে জিভের ঘা ভাল হয়।


ডায়াবেটিস কমাতে কাঁচা ঢেঁড়স পানিতে ভিজিয়ে এর আঠালো পানি সকালে খান।


যারা নিয়মিত সকালের নাশতায় ডিম খাওয়ার অভ্যাস করেছেন তাদের স্মৃতিশক্তি অন্যদের চেয় অনেক তুখোড়।


কলা খেয়ে সোজা হয়ে কিছু সময় বসে থাকলে মাথা ব্যথা কমে।


আপেলের চেয়ে আমড়ার পুষ্টিগুণ বেশি।


প্রতিদিন একটি পাকা টমেটো খেলে শরীরে বাড়ে, ফলে ত্বক পরিস্কার হয়।


ঠাণ্ডা লেগে মাথাব্যথা হলে চাম পেঁয়াজের রসের সঙ্গে দ্বিগুণ পানি মিশিয়ে একবার খেলে ব্যথা কমে যাবে।


ডালিম গাছের বাকল, পাতা, অপরিপক্ক ফল এবং ফলের খোসার রস পাতলা পায়খানা, আমাশয় ও রক্তক্ষরণ বন্ধ করে।


পানি ছাড়া কে বেশি দিন বেঁচে থাকবে? মরুর জাহাজ খ্যাত উট? নাকি বই কাটার ওস্তাদ ইঁদুর? জানি অনেকেই ভুল করবেন। কিন্তু সত্যি হলো পানি ছাড়া একটি ইঁদুর, একটি উটের চেয়ে বেশীদিন বেঁচে থাকে!


পৃথিবীর মোট জীবিত প্রাণীর ৮৫ ভাগই পানিতে বাস করে (সমুদ্রে)!


একটি তিমি মাছের হৃৎপিণ্ড মিনিটে ৯ বার স্পন্দিত হয়!


আলবার্ট আইনস্টাইন ১৯৫২ সালে ইসরাইলের প্রেসিডেন্ট হবার অফার পান।


পাওলি বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারী। ২০১২ সালের ‘গিনেজ বুক অব ওয়াল্ড’ রেকর্ড বুকে তার নাম উঠেছে বিশ্বের সবচেয়ে ওজনের নারী হিসেবে। তার নাম পাওলিন পর্টার। তবে সবাই পাওলি বলে ডাকে। তার বয়স ৪৭ বছর। পাওলি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর বাসিন্দা। তার ওজন ৩১৭ কেজি বা প্রায় ৮ মণ।


নেপাল একমাত্র দেশ যে দেশের পতাকা চতুর্ভুজ নয়!


পৃথিবীর এক তৃতীয়াংশই হলো মরুভূমি!


বিষ প্রয়োগে ঢলে পড়ার সময় পিঁপড়া সবসময় তার ডান দিকে ঢলে পড়ে!


ইঁদুর আর ঘোড়া কখনো বমি করে না!


ঘোড়ার লেজ কাটা পড়লে সেটা মারা যায়!


‘রিভার ডি’ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদী!


আমেরিকার ওকল্যান্ড ব্রীজ পৃথিবীর বৃহত্তম ব্রীজ!


একটা মাছি কোনো খাবার খাওয়ার পর তা একবার বমি করে (উগড়ে দেয়) তারপর আবার খায়!


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com