শিরোনাম
কিছু যুগান্তকারী আবিষ্কার
প্রকাশ : ১৮ আগস্ট ২০১৭, ০৯:০৩
কিছু যুগান্তকারী আবিষ্কার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মানুষ কালজয়ী বুদ্ধিমান প্রাণী। আর তাইতো সে অন্য সকল বিশালাকার প্রাণীকে হারিয়ে আজ পৃথিবীর বুকে রাজত্ত করছে। তবে এটা অবশ্যই এমনি এমনি হয়নি। এর জন্য তাকে তার উদ্ভাবনী শক্তিকে খাটাতে হয়েছে। এখানে তেমনি কিছু যুগান্তকারী আবিষ্কার তুলে ধরা হল, যেগুলো মানব সভ্যতার অগ্রগতিকে ভীষণভাবে ত্বরান্বিত করেছিল।


❏ প্রাণী-হাড় ও পাথরের অস্ত্র: প্রাচীনকালে মানুষ বন্য প্রাণীর থেকে বাঁচার জন্য ও শিকারের কাজে এগুলো ব্যবহার করত। এসকল অস্ত্রের প্রথম আবিষ্কার হয় ৩০০০০০ বছর আগে ।আধুনিক অস্ত্রের শুরু আসলে এগুলো থেকেই।


❏ আগুন: এটির আবিষ্কার হয় মূলত ২০০০০০ বছর পূর্বে। আগুনের সাহায্যে মানুষ খাবার পোড়ানো ও বন্য প্রাণীদের ভয় দেখানর কাজটি করত।


❏ চাকা: চাকা আবিষ্কার সভ্যতার জন্য অনেক বড় এক আশীর্বাদ। এটি আবিষ্কারের ফলে মানব সভ্যতায় গতি সঞ্চার হয়। চাকার আবিষ্কার হয় খ্রিস্টপূর্ব ৩৫০০ বছর আগে।


❏ চুম্বক কম্পাস: ৮৩ খ্রিস্টাব্দে চীনারা সর্বপ্রথম এটির ব্যবহার শুরু করে।


❏ রকেট: চীনারা প্রথম এটি আবিষ্কার করে ১২৩২ সালে। তবে রাশিয়া ও আমেরিকা এর অনেক উন্নতি সাধন করে।


❏ অণুবীক্ষণ যন্ত্র: এটি আবিষ্কার হয় প্রথমে ১৫৯০ সালে। এটি আসলে তখন আতসি কাচ ছাড়া অন্য কিছু ছিল না। বর্তমানে অবশ্য এর অনেক উন্নতি হয়েছে। ইলেকট্রন অণুবীক্ষণের সাহায্যে এখন অণু-পরমাণু, ডিএনএ, জিনের গঠনও দেখা সম্ভব।


❏ দূরবীক্ষণ: প্রথমে ১৬০৮ সালে এর উদ্ভব। বর্তমানের বেতার দূরবীক্ষণের ধারণা এর থেকেই পাওয়া।


❏ বাষ্পীয় ইঞ্জিন: বলা হয় এঁর ফলেই শিল্প বিপ্লব সংগঠিত হয়। এটি প্রথম শুরু হয় ১৭৭৪ সালে।


❏ ক্যামেরা: প্রথম কামেরার উদ্ভব ১৮২৪ সালের দিকে।


❏ টেলিফোন: টেলিফোনের প্রথম সূচনা ১৮৭৬ সালে। এর ফলে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হয়েছে।


❏ এরোপ্লেন: ১৯১৩ সালে অলিভার ও উইলিভার রাইটের অক্লান্ত পরিশ্রমের ফলে এটি আবিষ্কার হয়।


❏ রেডিও: ১৯০৭ সালে এটি প্রথম আবিষ্কার হয়। এর উন্নতির ফলেই বর্তমান ডিশ এন্টেনার ধারণা পাওয়া যায়।


❏ টেলিভিশন: ১৯২৩ সালে সর্বপ্রথম আবিষ্কার হয়।


❏ ইলেক্ট্রনিক কম্পিউটার: এর আবিষ্কার ১৯৪০ সালে। বর্তমান আধুনিক প্রযুক্তির সকল কিছুর সূচনা মূলত এখান থেকেই।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com