শিরোনাম
ঢাকার নামকরা কিছু খাবারের নাম ও ঠিকানা
প্রকাশ : ০৫ জুলাই ২০১৭, ১০:২৩
ঢাকার নামকরা কিছু খাবারের নাম ও ঠিকানা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকায় থাকেন কিন্তু এখনো ঢাকার সেরা ও মজাদার খাবারগুলো টেস্ট করে দেখতে হয়তো পারেননি! তাই আপনার কাজকে সহজ করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। ঢাকার নামকরা খাবারের নামের তালিকা থেকে দেখে নিন কোন খাবার গুলো এখনো আপনার খাওয়া হয়নি।


❏ পুরানা পল্টনে খানা-বাসমতির চাইনিজ প্যাকেজ


❏ গুলশান ২ এর খাজানার মাটন দম বিরিয়ানি এবং হায়দ্রাবাদী বিরিয়ানি


❏ নাজিরা বাজার মোড়ে বিসমিল্লার বটি কাবাব আর গুরদার


❏ উত্তরার একুশে রেস্তোরাঁর গ্রিল চিকেন


❏ হোসনী দালান রোডে রাতের বেলার পরোটা আর কলিজা ভাজি


❏ ধানমণ্ডি/বনানীর স্টার হোটেলের কাচ্চি এবং কাবাব


❏ ধানমণ্ডি লায়লাতির খাসির ভুনা খিচুড়ি


❏ মৌচাকের স্বাদ রেস্তোরাঁর ভাতের সাথে ৩৬ রকমের ভর্তা


❏ চানখারপুলের নীরব হোটেলের ভুনা গরু আর ভর্তার সাথে ভাত


❏ সাইন্স ল্যাবে মালঞ্চ রেস্তোরাঁর কাচ্চি বিরিয়ানি, রেশমী কাবাব


❏ মতিঝিল সিটি সেন্টারের পিছনের বালুর মাঠের পিছনের মামার খিচুড়ি


❏ সুবহানবাগের তেহারি ঘর এর তেহারি-ভুনা খিচুড়ি


❏ খিলগাঁও বাজারের উল্টো পাশে আল রহমানিয়ার গ্রীল চিকেন আর তেহারি


❏ খিলগাঁওয়ের ভূত এর কাঁকড়া, সিজলিং, সূপ


❏ ধানমণ্ডির কড়াই গোশত এর ইলিশ সস


❏ বংশালের শমসের আলীর ভূনা খিচুড়ি


❏ শর্মা এন পিজ্জার বীফ শর্মা


❏ তারা মসজিদের সামনের সরবত আর লাচ্ছি, চকবাজারের মুড়ি ভর্তা।


❏ মিরপুর ঝুট পট্টির রাব্বানির চা


❏ লালবাগের ভাটের মসজিদের কাবাব বন


❏ চকের নূরানি ড্রিংকস এর লাচ্ছি


❏ বনানীর বুমারস রেস্টুরেন্টের বুফে প্যাকেজ


❏ হাজি বিরিয়ানির উল্টা দিকের হানিফের বিরিয়ানি


❏ চকের বিসমিল্লাহ হোটেলের মোগলাই পরোটা


❏ নয়া বাজারের করিমের বিরিয়ানি


❏ সেন্ট ফ্রান্সিস স্কুলের সামনের মামার আলুর দম


❏ সোহরাওয়ার্দী কলেজের সামনে জসিমের চটপটি ও ফুচকা


❏ নাজিরা বাজারের হাজীর বিরিয়ানি


❏ বাংলাবাজারে (সদরঘাট) চৌরঙ্গী হোটেলের সকালের নাস্তা।


❏ সাইন্স-ল্যাবের ছায়ানীড়ের গ্রিল-চিকেন


❏ অমূল্য মিষ্টান্ন ভান্ডারের (শাঁখারীবাজার) হালুয়া, পরোটা, সন্দেশ।



❏ সুবহানবাগের প্রিন্স রেস্টুরেন্টের কাঁকড়া


❏ গোপীবাগের খাজা হালিম ও টিটির কাচ্চি


❏ গুলশানের কস্তুরির শর্মা


❏ বাসাবোর হোটেল রাসেলের শিক কাবাব


❏ ইংলিশ রোডের মানিকের নাস্তা


❏ বায়তুল মোকাররমে অলিম্পিয়া কনফেকশনারীর চকলেট পেস্টি


❏ নারিন্দার শাহ সাহেবের ঝুনার বিরিয়ানি


❏ কর্ণফুলি গার্ডেন সিটির চার তালার ফুচকা


❏ মিরপুর-১০-এর শওকতের কাবাব


❏ কাঁটাবন ঢালে অষ্টব্যঞ্জনের বিফ খিচুড়ি


❏ চকবাজারের শাহ সাহেবের বিরিয়ানি


❏ পল্টনের (বিজয়নগর পানির ট্যাকিংর পেছনে) নোয়াখালী হোটেলের গরুর কালো ভুনা


❏ মোহাম্মদপুর টাউন হল বাজারের সামনের বিহারী ক্যাম্পের মানজারের পুরি


❏ ডিসেন্ট (মতিঝিল, হাতিরপুল, বনশ্রী, ধানমণ্ডি, চক, নওয়াব—এদের প্রচুর শাখা) এর ডেজার্ট আইটেমগুলো উপাদেয়।


❏ মোহাম্মদপুর জেনেভা/বিহারী ক্যাম্পের গরু ও খাসির চাপ


❏ ব্রাক ভার্সিটির কাছে নন্দন, এদের বিফ আইটেম ভালো।


❏ শ্যামলী রিং রোডের আল-মাহবুব রেস্তোরাঁর গ্রিল চিকেন


❏ গুলশান ২ এর মোড়ে ঝালমুড়ি ওয়ালার টমেটো মাখানো


❏ হাতিরপুল মোড়ে হেরিটেজ এর শর্মা


❏ মহাখালী কন্টিনেন্টাল হোটেলের শর্মার সঙ্গে সস’টা দারুণ; সেই সাথে চা টাও খুব একটা খারাপ না


❏ নয়াপল্টনে হোটেল ভিক্টোরীতে ৭০টি আইটেমের বুফে


❏ নিউ মার্কেট এরিয়ায় পেয়ারা, আম মাখানোও যথেষ্ট উপাদেয়


❏ নবাবপুর রোডে হোটেল স্টার এর খাসির লেকুশ, চিংড়ি, ফালুদা


❏ নিমতলির বাদশাহ মিয়ার চা


❏ লালমাটিয়ার স্বাদ এর তেহারি


❏ আগামাসিহ লেনের মাকসুদের খাসসির পায়ার নেহারি


❏ হোটেল আল-রাজ্জাকের কাচ্চি+গ্লাসি


❏ বিউটির লেবুর সরবত আর লাচ্ছি


❏ মতিঝিলের ঘরোয়া হোটেল এবং হীরাঝীলের ভূনা খিচুড়ি


❏ মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের মুস্তাকিমের চাপ, গোল্ডেন বিরিয়ানি


❏ খিঁলগাও এর ভোলা ভাই বিরিয়ানির গরুর চাপ এবং মুক্তা বিরিয়ানির গরুর চাপ, খাসির চাপ এবং ফুল কবুতর


❏ ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি, বোরহানি


❏ ঝিগাতলার সুনামী রেস্তোরাঁর কাচ্চি বিরিয়ানি, গাউছিয়া হোটলের গ্রিল


❏ বিহারি ক্যাম্পের গরুর মগজ ফ্রাই


❏ বেচারাম দেউরীতে নান্না বিরিয়ানির মোরগ-পোলাও


❏ মিরপুর পানির ট্যাঙ্কের ঝাল ফুচকা।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com