শিরোনাম
ভাইবোনের সংখ্যা বলার অঙ্ক
প্রকাশ : ২৩ জুন ২০১৭, ১২:০৪
ভাইবোনের সংখ্যা বলার অঙ্ক
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার আপনিও আমার পরিবারের সদস্য সংখ্যা কত তা বলে দিতে পারবেন। হয়তোবা অনেকেই জেনে থাকবেন। তাতে সমস্যা কী? সবাই তো সবজান্তা নয়। সবাইকে জানার জন্যই তো এ আয়োজন। এবার আমার সাথে আপনার হিসাব মিলান। আপনার বাড়িতে আপনার বাবা মা আছেন। তারা সংখ্যাতে দুজন; তাই............


ক) প্রথমে ২ নিন।


খ) এরপর এর সাথে আপনার বোনের সংখ্যা যোগ করুন, না থাকলে ০ যোগ করবেন।


গ) যোগফলের সাথে ২ গুন করুন।


ঘ) গুনফলের সাথে ১ যোগ করুন।


ঙ) অতঃপর একে ৫ দ্বারা গুন করুন।


চ) সবশেষে আপনার ভাইয়ের সংখ্যা যোগ করুন।


যোগফল যা হল তা আমাকে বললেই আমি আপনাকে বলে দিব আপনার ভাই এবং বোনের সংখ্যা কত হবে।


এবার সমাধান দেখুন: আপনি আমাকে যে মোট যোগফল বলবেন তা থেকে আমি ২৫ বিয়োগ করব। বিয়োগফলের বাম পাশের অংক হবে বোনের সংখ্যা এবং ডান পাশের অঙ্ক হবে ভাইয়ের সংখ্যা।


উদাহরণ


৫ বোন ও ৩ ভাই বিশিষ্ট পরিবারের হিসাব


{(২+ ৫)× ২+ ১ }× ৫ +৩= ৭৮


উত্তর: ৭৮-২৫=৫৩ বোন= ৫ এবং ভাই= ৩


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com