শিরোনাম
আয়ারল্যান্ডের বায়ুকল উল্টো দিকে ঘোরে!
প্রকাশ : ২৩ মে ২০১৭, ১৩:২০
আয়ারল্যান্ডের বায়ুকল উল্টো দিকে ঘোরে!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মজার মজার তথ্য জানতে আমাদের সবারই অনেক ভালো লাগে। সব বিষয়েই নানান মজার তথ্য আছে। প্রযুক্তি নিয়েও আছে অনেক মজার তথ্য। আমাদের চারদিক এখন প্রযুক্তিতে ঘেরা। এত এত প্রযুক্তি যে আমরা এখন সহজে বুঝতেও পারি না প্রযুক্তি দিয়ে আমরা কতটুকু আচ্ছন্ন। আমাদের গায়ের জামা, জুতো থেকে শুরু করে সবই প্রযুক্তি। থাক আর কথা না বাড়াই। চলুন কিছু তথ্য জানি:


● দিয়াশলাই এবং লাইটার আমরা সবাই চিনি। সবাই দেখেছি ব্যবহার করেছি। দিয়াশলাই দেখতে অতি সাধারণ, লাইটার এর তুলনায় অনেক আধুনিক মনে হয়। কি তাই না? কিন্তু জানেন কি লাইটার দিয়াশলাইয়ের আগে আবিষ্কৃত হয়। আগে লাইটার আসছে এরপর দিয়াশলাই।


● বায়ুকলের পাখাগুলো এন্টিক্লকে ঘুরে। অর্থাৎ ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে। কিন্তু একমাত্র আয়ারল্যান্ডে এগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরে।


● পৃথিবীতে প্রথম যে এলার্ম ক্লকটি তৈরি করা হয় তা শুধুমাত্র সকাল ৪টায় এলার্ম দিতো।


● বিএমডবলিউ গাড়ির কথা সবাই শুনেছি। যতটুকু জানি অনেক দামি গাড়ি। বিশ্বের সবচেয়ে দামী গাড়ি তৈরী করে এই কোম্পানী। কিন্তু জানেন কি এই কোম্পানিটি ছিল বিমানের ইঞ্জিন তৈরি করার জন্য। পরে এটি গাড়ি তৈরি করা শুরু করে এবং সাফল্যতো চোখের সামনেই।


● জানেন কি একটি সাধারণ কার তৈরি করতে নাকি প্রায় ৩৯০৯০ গ্যালন পানি লাগে। আর একটি টায়ার তৈরি করতেই নাকি ৫১৮ গ্যালনের মত পানি লাগে।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com