শিরোনাম
ডিগবাজি দিয়ে গিনেস বুকে!
প্রকাশ : ২৭ অক্টোবর ২০১৬, ০৩:১৭
ডিগবাজি দিয়ে গিনেস বুকে!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুরের মেয়ে দীক্ষা গিরিশ। বয়স মাত্র আট বছর। হঠাৎ তার নামটি আলোচনায় আসার কারণ হলো এক ঘণ্টায় ২ হাজার ৭৮৭টি ডিগবাজি দিয়ে অতীতের রেকর্ড ভেঙে গিনেস বুকে নিজের নাম লিখেছে দীক্ষা।


এর আগে ২০০৭ সালে মার্কিন নাগরিক আসরিতা ফরম্যান ১৩৩০টি ডিগবাজি দিয়ে রেকর্ড করেন।


দীক্ষা কোনো বিরতি ছাড়াই ডিগবাজি দিতে দিতে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে চলে যেতে পারে। প্রায় তিন মাইল এভাবে যাওয়ার পরই বিচারকরা মুগ্ধ হয়ে যান।


এ বিষয়ে বিচারক অ্যাড. কৃষ্ণ বিহার বলেন, ‘মেয়েটি এক ঘণ্টায় ২,৭৮৭টি ডিগবাজি দিয়েছে। শুধ‍ু তাই নয়, এভাবে ডিগবাজি দিতে দিতে সে ৪.৪৫৬ কিলোমিটার (২.৭৬৭ মাইল) দূরে চলে গেছে।


দীক্ষার কোচ বসওয়ারাজের অধীনে দেড় বছর প্রশিক্ষণ নিয়েছেন। তিনি বলেন, আমি খুবই খুশি এই অর্জনে।


বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com