শিরোনাম
মক্কায় বানরের উৎপাত
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৬:০৭
মক্কায় বানরের উৎপাত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের কোনো কোনো রাজ্যে বানর-হনুমান ইত্যাদি প্রাণীকে দেবতাজ্ঞানে পূজা করা হয়। সেখানে এদের হত্যা তো দূরের কথা, বিরক্ত করার কথাও কেউ ভাবে না। কিন্তু সউদি আরবে তো এমনটি হওয়ার কথা নয়!


তারপরও তা-ই হচ্ছে। সেখানে অস্ত্র দিয়ে বানর নিধন নিষিদ্ধ করার পর পবিত্র মক্কা নগরীর মাউন্ট আল-নূর এলাকায় বানরের উৎপাত ভীষণভাবে বেড়ে গেছে।


নাসের আল-এমাইরি নামে এক ব্যক্তি জানান, বানরের উৎপাতের কথা পৌর কর্তৃপক্ষকে কয়েকবারই জানানো হয়েছে।


তিনি বলেন, বানরগুলো আমাদের বাড়িঘরে হামলা চালায়, শিশুদের খামচে দেয়। ওদের জ্বালায় আমাদের জীবন অতিষ্ঠ। ওরা পায়খানা-প্রস্রাব করে রাস্তাঘাটও ভরিয়ে ফেলেছে। কয়েকবার লেখালেখির পর একজন পশু ডাক্তার এসেছিলেন। তিনি সব দেখেশুনে একটি রিপোর্ট লিখেছিলেন আর আমাদের বলেছিলেন, বানরগুলোকে অজ্ঞান করারওষুধ তাদের হাতে নেই।


মক্কা পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আল-মাওয়ারিকি বলেন, বানর মারতে হলে বিষাক্ত খাদ্য দেখিয়ে ওদের কাছে ডাকতে হবে। লোকজনকেও বানর দেখলেই আমাদের খবর দিতে হবে। বানর দমনে আমাদের যা করা সম্ভব আমরা সবই করবো। সূত্র : সউদি গেজেট


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com