শিরোনাম
৮ বছরের ‘ম্যাগনেট বয়’
প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১৪:৩০
৮ বছরের ‘ম্যাগনেট বয়’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাড়ার সবাই নাম দিয়েছে তার ‘ম্যাগনেট বয়’। কারণ তার শরীরটাই যে চুম্বক। চামচ, কয়েনসহ সকল ধরনের স্টিল জাতীয় বস্তুই তার শরীরে চুম্বকের মতো আটকে যায়। বসনিয়া-হার্জেগোভিনিয়ার গ্রাক্যানিকার ম্যালেসিসি গ্রামের পাঁচ বছর বয়সী ইরমান দেলিক এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

 

ইমরানের শরীরের এমন অদ্ভুত পরিবর্তন দেখে চিকিৎসকের কাছে নিয়ে যান তার পরিবার। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। কিন্তু চিকিৎসকরা জানান, কোনো অস্বাভাবিক লক্ষণ নেই ইমরানের শরীরে।

 

ইমরানের অলৌকিক শক্তির কিছু কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিবার পোস্ট করলে রাতারাতি হিরো বনে যায় সে। ভিডিওতে দেখা যায়, স্টিলের চামচ, ১৩টি কয়েন আটকে আছে ইমরানের বুকে। এমনকি পিঠেও চুম্বকীয় আকর্ষণ আছে।

 

তবে এই রকম অদ্ভুত ক্ষমতা শুধু ইমারনেরই নেই। এর আগেও তার মতো দেখা গেছে অনেককে। চীনের ঝিজিয়াং প্রদেশের ৫৪ বছর বয়সী ওয়াং বাওকিয়াংয়ের শরীরে চৌম্বক ক্ষমতা আছে। তার দাবি, তিনি কয়েক কিলোগ্রাম স্টিল শরীরে আটকে রাখার ক্ষমতা রাখেন।

 

প্রতিবেশী দেশ ভারতেও এমন ক্ষমতাধারী মানুষের খোঁজ পাওয়া গেছে। মধ্যপ্রদেশের সাগর জেলার অরুণ রায়েকওয়ার নামে ওই ব্যক্তির শরীরে চামচ, পেরেক সহজেই আটকে যায়। তবে ইমরানের মতো চৌম্বক শক্তি সবসময় থাকে না অরুণ রায়েকওয়ারের।  

 

২০১৩ সালে জর্জিয়ার এতিবার এলচেভ তো বিশ্ব রেকর্ড করে ফেলেছেন তার শরীরে সবচেয়ে বেশি চামচ আটকে। তার শরীরে ৫৩টি স্টিলের চামচ আটকে ছিল। শুধু চামচ আটকেই ক্ষান্ত ছিলেন না, বুকে উপর ধাতুর পাতসহ একটি মানুষকে বসিয়ে নিয়ে যান তিনি। সূত্র: ডেইলি মেইল

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com