শিরোনাম
বিশ্বের সবচেয়ে মোটা নারী, ওজন ৫০০ কেজি
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৬, ১৫:৫০
বিশ্বের সবচেয়ে মোটা নারী, ওজন ৫০০ কেজি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মিসরে বিশ্বের সবচেয়ে মোটা নারীর সন্ধান পাওয়া গেছে। যার ওজন শুনলে চমকে উঠবেন। ২০০ বা ৩০০ কেজি নয়; ৩৬ বছর বয়সী আহমাদ আবদুলাতি নামের ওই নারীর ওজন ৫০০ কেজি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত বিশ্বে এটাই সবচেয়ে বেশি।

 

মিসরের ওই নারীই এখন তার শারীরিক আকৃতি এবং ওজনের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

 

পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ বছর ধরে বাড়ির বাইরে বের হননি আবদুলাতি। জন্মের সময় তার ওজন ছিল পাঁচ কেজি। যত বয়স বেড়েছে তার ওজন বেড়েছে। দেহের ওজন বাড়ার কারণে ঠিকমতো দাঁড়াতেও পারতেন না তিনি। হামাগুড়ি দিয়ে চলতে হত।

 

আবদুলাতিকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে পরীক্ষা করার পর জানা যায়, এলিফ্যান্টাসিয়াসিস নামে একটি রোগে আক্রান্ত হয়েছেন তিনি। এছাড়া তার শরীরে যেসব গ্ল্যান্ড রয়েছে সেগুলো ঠিকমতো কাজ না করায় শরীরে পানি জমতে শুরু করে।

 

১১ বছর বয়স থেকেই শয্যাশায়ী আবদুলাতি। সেসময় তার একটি স্ট্রোকও হয়। তার এক ঘনিষ্ঠ জানান, প্রতিদিনের কাজ করতে তাকে সাহায্য করেন মা এবং বোন।

 

চিকিৎসকরা জানান, এলিফ্যান্টাসিয়াসিস এক ধরনের পরজীবী সংক্রমণ। এই সংক্রমণের ফলে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ অস্বাভাবিকভাবে ফুলতে শুরু করে। সূত্র: ডেইলি মেইল

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com