শিরোনাম
যেসব পৌরাণিক প্রাণী এখনও আলোচিত
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১৮:৪৭
যেসব পৌরাণিক প্রাণী এখনও আলোচিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্রাকেন: সাগরের আতঙ্ক। যেকোনো আকৃতির জাহাজকে টেনে সাগরের গভীরে নিয়ে যেতে পারে। গ্রিক উপকথার সৃষ্টি।


আমিত: আমিত হল পৌরাণিক মিশরীয় প্রাণী। এটা কুমিরমুখী, শরীরের মাঝভাগ চিতার মত আর পেছনে জলহস্তী। মৃত্যু দেবতা আনুবিস যদি কোন মতে কোন পাপিষ্ঠকে হাতের কাছে পায় তবে তাকে তখনই আমিতের কাছে দেন খেয়ে ফেলার জন্য। আমিত পাপিষ্ঠ আত্মাকে সম্পূর্ণ খেয়ে ফেলে। আমিত হল আনুবিসের পোষা কুকুর।


আনুবিস: শিয়ালের মুখাকৃতি আনুবিস হল মিশরীয় মৃত্যু দেবতা। কেউ যখন মারা যায় তখন তার আত্মাকে আনুবিস একটি স্কেলের মাধ্যমে পরিমাপ করে, যদি দেখে ওটা পাপিষ্ঠ, তাকে আমিতকে খেতে দেয় আর যদি দেখে না পুণ্যাত্মা তা হলে আবার এই পৃথিবীতে ফেরত আসে।



ক্যান্সার: গ্রিক মিথোলজির দৈত্যাকৃতি কাঁকড়াই ক্যান্সার নামে পরিচিত। হেরা এই কাঁকড়া তৈরি করেছিল হারকিউলিকসের সাথে হাইড্রার যখন যুদ্ধ হয় তখন হাইড্রাকে সাহায্য করার জন্য। হারকিউলিকস যখন হাইড্রার সাথে যুদ্ব করছিল ক্যান্সার তখন বারবার হারকিউলিকসের পা বেয়ে উঠে কামড় দিচ্ছিলো। হারকিউলিকস পরে পায়ে পিষে একে মেরে ফেলে।


সেন্টর: গ্রিক পৌরানিকে প্রথম আধামানুষ আধা ঘোড়া এই প্রাণীটির দেখা পাওয়া যায়।খুব বেশি গ্রিক গল্পে এদের চোখে পড়ে না। আজটেকদের মধ্যে কিন্তু এই সেন্টর দেবতা জ্ঞানে পূজিত হত। যার কারণে আজটেকরা ঘোড়ায় চড়ত না। স্প্যনিয়ার্ডরা যখন আজটেক আক্রমণ করে কি ভয়টাই না পেয়েছিল আজটেকরা ঘোড়ার পিঠে মানুষ দেখে! তাদের ধারণা ছিল সেন্টররা তাদের আক্রমণ করছে।


সারবিরাস: তিন মাথাওয়ালা কুকুর যার লেজটা আবার সাপের মত। মৃত্যুপুরীর পাহারাদার।


চাইমেরা: গ্রিক মিথোলজির আগুনমুখো পাখি। যারা ‘ফ্রোজেন থর্ন’ গেমটা খেলছেন তাদের নতুন করে চাইমেরা চিনাতে হবে না। সিংহীর শরীরের পেছন দিয়ে ছাগলের মাথা বিশিষ্ট পাখি। মুখ দিয়ে আগুন বের করতে পারে।


সাইক্লোপস: একচোখা গ্রিক পৌরাণিক দানব। পলিফেমাস সাইক্লপসের কথা মনে আছে না সেই যে অডিসি তার বন্ধুদের নিয়ে এক দ্বীপে গিয়ে দেখে এক গুহার সামনে মানুষের হাড়………। পরে সাইক্লোপস যখন ঘুমাচ্ছিল তখন পলিফেমাস এটার চোখে জ্বলন্ত শিক ঢুকিয়ে হত্যা করে।



মেডুসা: মেডুসাকে কে না চেনে, সেই যে সাপের চুল বিশিষ্ট গ্রিক সুন্দরী যার দিকে তাকালেই মানুষ পাথর হয়ে যেত। পরে পার্সিউস একে এর সামনে এক আয়না ধরে হত্যা করে।


মিনোটর: ষাঁড়ের মাথাবিশিষ্ট মানুষ মিনোটর নামে পরিচিত। এদের নিবাস ছিল ক্রীট দ্বীপের ল্যাবেরিন্থে। বীর থেসুস যদি এদের হত্যা না করত তা হলে কিন্তু এরা এখনও বেঁচে থাকত।


পেগাসাস: মেডুসার রক্ত যখন সাগরে পড়ল তখন সাগরের ফেনা থেকে সাদা রংয়ের পাখাযুক্ত ঘোড়ার জন্ম হয়। এর নামই পেগাসাস। বেলিরোফোন যখন চাইমেরা আর আমাজান্দের সাথে যুদ্ধ করে তখন কিন্তু এই পেগাসাসের পিঠে চড়েছিল।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com