শিরোনাম
‘মজা’শব্দটি নেই রাশিয়ান ভাষায়
প্রকাশ : ২৪ মার্চ ২০১৭, ১১:৫২
‘মজা’শব্দটি নেই রাশিয়ান ভাষায়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

১. ২০১১ সাল পর্যন্ত রাশিয়ায় বিয়ারকে অ্যালকোহলযুক্ত পানীয় হিসেবে ধরা হতো না।


২. প্রতি চারজনে একজন রাশিয়ান পুরুষ তার ৫৫তম জন্মদিনের আগে মারা যায়। আর এ মৃত্যুর অন্যতম কারণ অতিরিক্ত অ্যালকোহল।


৩. ‘মজা’শব্দটি নেই রাশিয়ান ভাষায়। অবশ্য তার বদলে ‘আনন্দ’শব্দটি প্রচলিত আছে।


৪. একইভাবে ‘প্রাইভেসি’শব্দটি রাশিয়ান ভাষায় নেই। তার বদলে রয়েছে ‘গোপনীয়তা।’


৫. একমাত্র রাশিয়াতেই পাওয়া যায় ম্যাকশ্রিম্প নামে চিংড়ির বার্গার।


৬. রাশিয়ার কিছু ভাল্লুক জেট ফুয়েলের নেশায় আশক্ত। কেরোসিন ও পেট্রলের ফেলে দেয়া খালি ক্যানের গন্ধে তাদের এ নেশার উৎপত্তি।


৭. ২০১২ সালে যখন পুতিন তৃতীয়বারের মতো নির্বাচিত হন তখন একটি এলাকায় ভোট প্রদানের হার ছিল ১৪৬ শতাংশ।


৮. ট্রাফিক জ্যাম এড়ানোর জন্য মস্কোর কিছু ধনী অ্যাম্বুল্যান্স চালান।


৯. সোভিয়েত ইউনিয়নের আওতাভুক্ত থাকাকালীন বিটলস-এর অ্যালবাম নিষিদ্ধ ছিল। এ কারণে কিছু চিকিৎসক বিটলস সংগীতকে পুরনো এক্সরে ফিল্মে তুলে রেখেছিলেন।


১০. সম্প্রতি ‘borscht’ নামে প্রচলিত সুপকে রাশিয়ানরা ‘beet root soup’ নামে ডাকা শুরু করেছে। এর কারণ এটি ইউক্রেনী শব্দ।


১১. রাশিয়ানরা কোনো ভ্রমণের আগে কয়েক সেকেন্ড নিরবতা পালন করে। অতীতে এ সময়ে প্রার্থনা করা হতো।


১২. রাশিয়ানরা বাড়িতে হুইসেল বাজায় না। তাদের অনেকেরই বিশ্বাস, এতে টাকা-পয়সা উড়ে চলে যেতে পারে।


১৩. ইসলাম ধর্ম গ্রহণের বদলে রাশিয়ানরা খ্রিস্টধর্ম গ্রহণ করে কারণ তারা অ্যালকোহল বাদ দিতে চায়নি, যা ইসলামে নিষিদ্ধ।


১৪. রাশিয়ায় প্রচুর খ্রিস্টান থাকলেও ক্রিসমাসের তুলনায় নববর্ষে বড় করে পালিত হয়।


১৫. নববর্ষ পালন রাশিয়ানরা খুবই পছন্দ করে। এ কারণেই তারা দুইবার করে নববর্ষ পালন করে। এর একটি নতুন ও অন্যটি পুরাতন।


১৬. একবার বাড়ি থেকে বেরিয়ে গেলে কোনো জিনিস নিতে ভুলে গেলেও তা ফেরত নেয়ার জন্য রাশিয়ানরা বাড়িতে ঢুকে না। তার বদলে অন্য কাউকে তা নিয়ে আসতে বলে। অন্যথায় এটি দুর্ভাগ্য বয়ে আনতে পারে বলে তাদের বিশ্বাস।


১৭. প্রত্যেক এক হাজার পুরুষের জন্য ১,১৫৯ জন নারী রয়েছে রাশিয়ায়।


১৮. জনপ্রিয়তম রাশিয়ান একটি খাবার হলো ‘হোলোডেটস।’এটি লবণাক্ত জেলিতে মাংস ডুবিয়ে তৈরি করা হয়।


১৯. ‘স্বাস্থ্যবান হও’আর ‘মোটা হও’ রাশিয়ান ভাষায় একই শব্দ দিয়ে প্রকাশ করা হয়।


২০. রাশিয়ার ভূমির ৭৫ ভাগই এশিয়া মহাদেশে অবস্থিত। তবে এ অংশে তাদের মাত্র ২১. ভাগ জনসংখ্যা বাস করে।


২২. বিশ্বের মোট বনভূমির ২০ ভাগ রাশিয়াতে অবস্থিত।


২৩. রাশিয়ানরা ওয়ালে কম্বল ঝুলিয়ে রাখে। এটি কোনো রুমকে শব্দরোধী করার জন্য বহুদিন আগে থেকেই সেখানে প্রচলিত।


২৪. মস্কোতে অত্যন্ত দৃষ্টিনন্দন পাতাল রেল রয়েছে। এখানে রয়েছে বিশ্বের চতুর্থ গভীর স্টেশন।


২৫. রাশিয়ান ভাষায় কোনো বাক্য সম্পূর্ণ করার জন্য উদ্দেশ্য কিংবা ক্রিয়াপদ প্রয়োজন হয় না।


২৬. মজা করার জন্য রাশিয়ানরা মাশরুম তুলে থাকে।


২৭. প্যানকেকের সঙ্গে টক ক্রিম কিংবা ক্যাভিয়ার খায় রাশিয়ানরা।


২৮. রোমান অ্যাব্রামোভিচ নামে রাশিয়ান বিলিয়নেয়ার তার বিলাশবহুল ইয়টে পাপারাজ্জিদের প্রতিরোধ করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি বসিয়েছেন। ইয়টে স্থাপিত সে লেজার প্রযুক্তি আশপাশে কোনো ক্যামেরার সেন্সরের সন্ধান পেলে সেখানে আলো নিক্ষেপ করে এবং এতে ছবি তোলা অসম্ভব হয়ে দাঁড়ায়।


২৯. রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একবার এক টিভি ক্রুকে সাইবেরিয়ান বাঘের হাত থেকে রক্ষা করেছিলেন। তবে পরে তিনি জানিয়েছেন, সেটা পরিকল্পিত ছিল।


৩০. রাশিয়ায় একটি অনলাইন কমিক রয়েছে, যার নাম সুপারপুতিন।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com