শিরোনাম
জানা, আবার অজানাও হতে পারে
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ১২:৫০
জানা, আবার অজানাও হতে পারে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

● তরমুজ পাকলো কিনা বোঝার জন্য তরমুজে টোকা দিতে হবে, যদি ফাঁকা শব্দ করে তাহলে বুঝতে হবে তরমুজটা পাকা|


● গরুর শিং হয়, ছাগলের শিং হয়, শিং হয় হরিণেরও। কিন্তু জিরাফই একমাত্র প্রাণী, যার জন্মের সময়ই শিং থাকে।


● অনেক পাখিই সাঁতার কাটতে পারে, বিশেষ করে হাঁস জাতীয় পাখিরা। কিন্তু পেঙ্গুইন একমাত্র পাখি, যেটি সাঁতার কাটতে পারলেও উড়তে পারে না। তাছাড়া পেঙ্গুইনই একমাত্র পাখি, যেটি ঋজু ভঙ্গিতে হাঁটে।


● মেয়েদের কত রকম স্কার্ট পরতে দেখি- লং স্কার্ট, শর্ট স্কার্ট, মিনি স্কার্ট, মাইক্রোমিনি স্কার্ট। মেয়েদের এই জনপ্রিয় পোশাকটি কিন্তু তাদের নিজেদের না। সেই অতীতে রোমান (পুরুষ) সৈন্যরা বিশেষ এক ধরনের পোশাক পরত। সেই বিশেষ পোশাকটাই হচ্ছে আজকের এই স্কার্ট, যা এখন মেয়েরা দখল করে নিয়েছে।


● অনেকেই Colgate টুথপেস্ট ব্যবহার করেন। কিন্তু সমস্যা হচ্ছে যতই ভালো প্রডাক্ট হোক স্পেনের কাউকে আপনি কখনো Colgate ব্যবহার করতে বলবেন না, কারণ স্প্যানিসে Colgate মানে হচ্ছে ‘নিজের গলায় দড়ি দাও’।


● মানুষের মতোই শিম্পাঞ্জিরাও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে!


● ঠা-ঠা শব্দে কাঠঠোকরা সারাটা দিন কাঠ ঠোকড়ালেও ওদের মাথা ব্যথা হয় না। কারণ কাঠঠোকরার খুলির চারপাশে অনেকগুলো বায়ু প্রকোষ্ঠ আছে, যা নরম কুশনের কাজ করে।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com