শিরোনাম
খাবারের পর মদ চাই এই মহিষের
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ১২:৩৮
খাবারের পর মদ চাই এই মহিষের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

বয়স মাত্র সাত। তাতে কি। প্রতিবেলা খাবারের পর পানি নয়, সুরাতেই তৃষ্ণা মেটায় সুলতান। তাও যেকোনো মদ নয়, চাই উৎকৃষ্ট মানের বিদেশি স্কচ। এমন বিলাসী অভ্যাসে সুলতানের ওজন বেড়ে দাঁড়িয়েছে ১৭শ’ কেজিতে। তারপরও সুলতানের এমন শখ পূরণে উদ্যোগী তার মালিক।

 

ভারতের হরিয়ানা রাজ্যের কৈশল জেলার বাসিন্দা রাম নরেশ বেনিবালেরই পোষ্য মহিষ সুলতান। তবে সুলতানের এমন নবাবী শখ নিয়ে একটুও বিব্রত নন মহিষ ব্যবসায়ী রাম নরেশ। তার কাছে একই প্রজাতির আরো ১৭-১৮টি মহিষ থাকলেও সুলতানই ভিন্ন ধাঁচের।

 
রাম নরেশ জানান, সুলতানের একটাই দাবি, খাদ্যতালিকায় প্রতিদিন থাকতেই হবে স্কচ। সকালে দেশী ঘিয়ের ১০-১৫টা মালপোয়া ও কয়েক কেজি দুধের পরই চাই স্কচ। আবার সন্ধ্যার খাবারের পর চাই ১০০ মিলিগ্রাম স্কচ।

 

সুলতানের স্বাস্থ্যের কথা ভেবে ইদানিং মঙ্গলবারটা ড্রাই ডে রাখেন রাম। তবে আদরের পোষ্যের একঘেয়েমি কাটাতে বিভিন্ন ব্র্যান্ডের স্কচের ব্যবস্থা করা হয়েছে। সোমবারের মেনু ব্ল্যাক ডগ, বুধবার ১০০ পাইপ, বৃহস্পতিবার ভ্যালেন্টাইন, শুক্রবার ব্ল্যাক লেবেল ও শনিবার সিভার্স রিগ্যাল।

 

পাঁচ বছর আগে দুই বছরের সুলতানকে মাত্র দুই লাখ ৪০ হাজার টাকায় কিনেছিলেন রাম নরেশ। এখন এর মূল্য ২১ কোটি টাকা। সুলতানের সৌখিনতার পেছনে এই বিপুল ব্যয় ওর আয়ের মাত্র ৭ শতাংশের সমান। সুলতানের প্রতি শুক্রাণুর মূল্য ৩০০ টাকা। বছরে এর প্রায় ৩০ হাজারের বেশি শুক্রাণু বিক্রি হয়। যা থেকে ৯০ লাখ টাকারও বেশি আয় হয়।  

 

এছাড়া মাতাল মহিষের খ্যাতি শুধু সৌখিনতার জন্যই নয়। ২০১৩ সালে রাষ্ট্রীয় পশু সৌন্দর্য প্রতিযোগিতায় তিনবার জাতীয় স্তরে বিজয়ী হয়েছে সুলতান।

 

বিবার্তা/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com