শিরোনাম
১০ টি মজার তথ্য জেনে নিন
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ১১:৪৪
১০ টি মজার তথ্য জেনে নিন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

১. POP MUSIC শব্দটি হলো Popular Music এর সংক্ষিপ্ত রুপ।


২. FORTNIGHT শব্দটি এসেছে Fourteen Nights থেকে। যার অর্থ দুই সপ্তাহ।


৩. আমরা সবাই জানি NEWS শব্দের অর্থ হলো সংবাদ, বার্তা, খবর। যা আসে চার দিক থেকেঃ (N)orth, (E)ast, (W)est, (S)outh ।


৪. JEEP গাড়ি প্রথম তৈরি করা হয় ২য় বিশ্ব যুদ্ধের সময়। তখন এর নাম ছিলো "Gerenal Purpose Vehicle" -> GP. কালক্রমে GP শব্দটি পরিবর্তিত হয় JEEP এ।


৫. আমাদের দেহের সবচেয়ে শক্তিশালী মাংসপেশি হলো জিহবা।


৬. কিবোর্ডের শুধুমাত্র একটি সারির অক্ষরগুলো ব্যবহার করে লেখা সবচেয়ে বড় শব্দটি হলো TYPEWRITER ।


৭. তাস খেলার চার রাজা ইতিহাসের বিখ্যাত চারজন রাজার পরিচয় বহন করে।


স্পেডস: কিং ডেভিড


ক্লাবস: অ্যালেকজেন্ডার দি গ্রেট


হার্টস: চার্লস দি গ্রেট


ডায়মন্ডস: জুলিয়াস সিজার


৮. সকল মেরু ভাল্লুক বাম হাতি।


৯. প্রজাপতি তার পায়ের সাহায্যে স্বাদ গ্রহণ করে।


১০. কোনো কিছুর সাহায্যে ছাড়া, আপনি নিজের শ্বাস বন্ধ রেখে মৃত্যুবরণ করতে পারবেন না।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com