শিরোনাম
নেলপলিশের এক ডজন মজার তথ্য
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১২:৪২
নেলপলিশের এক ডজন মজার তথ্য
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নেলপলিশ প্রায় প্রতিটি মেয়ের অনেক পছন্দের কসমেটিক্স। এটি ব্যবহার করে না এমন নারী খুব কমই আছে। নখের বিভিন্ন আর্ট, ডিজাইন করতে নেলপলিশের ব্যবহার হয়ে থাকে। প্রাচীনকালে চীনে সর্ব প্রথম নেলপলিশের উৎপত্তি হয়। তারপর নানা পরীক্ষা নিরীক্ষা করার পর তৈরি হয় আজকের নেলপলিশ। আসুন জেনে নেই নেলপলিশ নিয়ে মজার কিছু তথ্য।


১। সর্বপ্রথম নেলপলিশ কি দিয়ে তৈরি হত জানেন? মোম, ডিমের সাদা অংশ, জেলাটিন, ভেজিটেবল ডাই, দিয়ে তৈরি হয়েছে প্রথম নেলপলিশ!


২। প্রাচীন মিশরে নেলপলিশের রং দিয়ে সামাজিক অবস্থা নির্ধারণ করা হত! যারা নিচু শ্রেণির অধিকারী তারা হালকা রং আর যারা উঁচু শ্রেণির তারা ব্যবহার করত লাল রঙের নেলপলিশ।


৩। অটোমোবাইল পেইন্ট দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রথম সম্পূর্ণ বর্ণহীন নেলপলিশ ১৯১৬ সালে চালু করা হয়। রেভলন সর্ব প্রথম নেলপলিশ ব্যান্ড হিসাবে পরিচিতি লাভ করে ক্রিম রঙের নেলপলিশ আবিষ্কারের মাধ্যমে।


৪। ১৯৩৪ সালে এক বোতল নেলপলিশের দাম ছিল মাত্র ৩৪ সেন্ট!


৫। সবচেয়ে দামি নেলপলিশের দাম হল ২৫০,০০০ ডলার! ব্ল্যাক ডায়মন্ডের রং দিয়ে তৈরি হয়ে থাকে এই নেলপলিশটি।


৬। ২০১২ সালে ৭৬৮ মিলিয়ন ডলার নেলপলিশ বিক্রি হয় সারাবিশ্বে।


৭। সারাবিশ্বে ১৩ ধরনের নেলপলিশ পাওয়া যায়। সিমার, মাইক্রো সিমার, গ্লিটার, মাইক্রো গ্লিটার, ফ্রস্ট, লস্টার, ক্রিমি, প্রিজম মাইক্রো গ্লিটার, প্রিজম মাইক্রো সিমার, ম্যাট, অপালস্সেন্ট, ইরিডিসেন্ট।


৮। নেলপলিশের খোলা বোতল মাত্র দুই বছর পর্যন্ত ব্যবহারযোগ্য থাকে।


৯। কিছু কিছু নেলপলিশ তৈরিতে খাবারের উপাদান ব্যবহৃত হয়ে থাকে। লন্ডনটাউন লুকারস ব্রান্ড নেলপলিশে শশা এবং রসুনের রস ব্যবহার করে থাকে।


১০। প্লেনে ভ্রমণের সময় নেলপলিশ ব্যবহার করার দায়ে একজন নারী./কে গ্রেফতার করা হয়! অধিকাংশ এয়ারলাইন্সে প্লেন চলাকালে নেলপলিশ ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।


১১। ন্যানো রঙের নেলপলিশ ব্যবহার করা যুক্ত্ররাষ্টে আইনিভাবে অবৈধ। তবে ওপিআই নামক এক আমেরিকান কোম্পানি এফডিএ এর অনুমতি নিয়ে তৈরি করেছেন এক ধরনের ন্যানো নেলপলিশ।


১২। নেলপলিশ কখনও রেফ্রিজারেটারে রাখে উচিত নয়। এতে নেলপলিশ দানা বেঁধে শক্ত হয়ে যায়। স্বাভাবিক তাপমাত্রায় রুমে নেলপলিশ রাখা উচিত।


বিবার্তা/জিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com