শিরোনাম
খাঁচা ভেঙে লাফিয়ে এলো হাঙর!
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ২০:০৯
খাঁচা ভেঙে লাফিয়ে এলো হাঙর!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পানির নিচে বিশেষ খাঁচায় বসে হিংস্র সামুদ্রিক প্রাণী হাঙরেরসচ্ছন্দ বিচরণ উপভোগের ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। মেক্সিকোর পশ্চিম সমুদ্রতটের কাছে গুয়াদালুপে দ্বীপেও এমন ব্যবস্থা রয়েছে।


যথারীতি একটি জলযানের সঙ্গে লাগানো বিশেষ নিরাপদ খাঁচায় থেকে হাঙরের বিচরণ দেখছিলেন এক পর্যটক। কিন্তু এক পর্যায়ে বিপত্তি বাঁধলো। উন্মত্ত এক বিশাল হাঙর খাঁচা ভেঙে লাফিয়ে প্রায় ডাঙ্গায় উঠে আসে আরকি!


তবে শেষমেশ কোনো অঘটনা ছাড়াই খাঁচার ভেতর থাকা ওই পর্যটক অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন। পুরো ঘটনার একটি ভিডিও ফুটেজ তুলে রাখেন ওই জলযানের এক কর্মী। আর ইন্টারনেটে তা আপলোড করতেই হামলে গোটা দুনিয়ার দর্শক।




মেক্সিকোর ওই এলাকা শার্ক ট্যুরিজমের জন্য বিখ্যাত। সেখানে খাঁচাবন্দি হাঙর-অভিলাষীদের পানির নিচে নামিয়ে দেখানো হয় হাঙরের স্বচ্ছন্দ বিচরণ। কিন্তু এভাবে যদি হাঙর এসে সোজা আক্রমণ করে খাঁচাটিকেই, তা হলে হাঙর-পর্যটনের দফা রফা হয়ে যাবে বলে মনে করছেন অনেকেই। তবে হাঙর-বিশেষজ্ঞদের মতে, এটি একটি বিরল ঘটনা। লাখে একটি হাঙর এমন আচরণ করে বসে।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com