লটারিতে হেরেও পেয়ে গেলেন লটারির অর্থ!
প্রকাশ : ১৭ মে ২০২৩, ০৯:৫৬
লটারিতে হেরেও পেয়ে গেলেন লটারির অর্থ!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

লটারির টিকিটের দৌলতে অনেকরই কপাল খুলে যায়। আবার অনেকেই সর্বস্বান্ত হয়ে যান। আমেরিকার এক ব্যক্তি অবশ্য বহুমূল্যের লটারিতে অংশ নিয়ে হেরে গিয়েছিলেন। ভেবেছিলেন কপাল খারাপ! কিন্তু পরক্ষণেই তাঁর ভাগ্যের চাকা ঘুরে গেল। লটারিতে হেরে গিয়েও বিপুল অংকের টাকা পেয়ে গেলেন ওই যুবক।


ঘটনাটি আমেরিকার মিশিগানের। সিএনএন সূত্রে খবর, এক ব্যক্তি ৬ মিলিয়ন ডলারের লটারি খেলায় অংশ নিয়েছিলেন। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৪৯ কোটি টাকা। কিন্তু ৪৯ কোটি টাকার লটারিতে খেলে জিততে পারেনি। এ জন্য হতাশও হয়েছিলেন তিনি। তার পরেই এক লহমায় যেন ভাগ্য খুলে গেল তার।


আসলে ৪৯ কোটি টাকার লটারিতে অংশ নিয়ে কেউই জয়ী হতে পারেননি। তাই লটারিতে জেতার আরও একটা সুযোগ ছিল। যারা জিততে পারেননি, তাঁদের মধ্যে লটারি হয়েছিল। যেখানে সর্বোচ্চ অর্থমূল্য ছিল ১ লক্ষ ডলার। আর এই খেলাতেই বাজিমাত করেছেন ওই ব্যক্তি। জিতেছেন ১ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ৮২ লক্ষ টাকা।


এই জয়ের খবর প্রথমে বিশ্বাসই করতে পারেননি তিনি। বলেছেন, ‘‘হঠাৎ একটা ইমেল পেলাম। সেখানে লেখা রয়েছে আমি নাকি ৮২ লক্ষ টাকা জিতেছি। প্রথমে ভেবেছিলাম মজা করছেন কেউ। পরে ভুল ভাঙল।’’ আপাতত লটারিতে জেতা টাকা ভবিষ্যতের জন্য সঞ্চয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


সূত্র : আনন্দবাজার


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com