বাড়ির ফাটলে কাঠঠোকরা, দিনের পর দিন কী সংগ্রহ করল?
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৭
বাড়ির ফাটলে কাঠঠোকরা, দিনের পর দিন কী সংগ্রহ করল?
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ক্যাস্ট্রো। সে একটি কীট নিয়ন্ত্রক সংস্থার মালিক। শহরের নানা জায়গায়, পুরোনো নতুন বিভিন্ন বাড়িতে পোকামাকড়ের উৎপাত সামলাতে কাজ করে তাঁর সংস্থা। ২০ বছর ধরে এই পেশায় রয়েছেন তিনি। 


কিন্তু এ বার তাঁর ডাক পড়েছিল অন্য সম্পূর্ণ ভিন্ন একটি কারণে। ক্যালিফোর্নিয়া শহরের কোনও একটি বাড়িতে বাসা বেঁধেছিল একটি কাঠঠোকরা। বাড়িটির কোনও অংশের ফাটলের মধ্যে আশপাশের বনাঞ্চল থেকে ফলমূল সংগ্রহ করে সেই ফাটলের মধ্যে ঢুকিয়ে রাখছিল বেশ কিছু দিন ধরে। যার ফলে দেওয়ালে ফাটল আরও চওড়া হচ্ছিল। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই নিকের সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল। কিন্তু দেওয়ালের একাংশ ভেঙে যা পাওয়া গেল তা দেখে তাজ্জব নিক নিজেই।


ওই বাড়িটির দেওয়াল খুঁড়ে সব মিলিয়ে প্রায় ৩৫০ কিলো ওক গাছের ফল সংগ্রহ করে নিকের সংস্থা।


দেওয়াল ভাঙতে ভাঙতে নিকের গায়ের উপর স্রোতের মতো এসে পড়তে থাকে ওক গাছের ফল। নিক বলেন, “দেওয়ালের প্রায় অর্ধেকটা জুড়ে ছিল এই ফলগুলি। যা দেওয়ালের একাংশ ভাঙতেই আমার গায়ের উপর স্রোতের মতো এসে পড়ছিল।” দেওয়ালের একটি ফাটল ছাড়ানোর পর, অন্য ফাটলগুলিতে কী আছে তা দেখার জন্য নিক ওই ফাটল বরাবর অন্যান্য সব জায়গাগুলি খুঁড়ে দেখতে শুরু করেন। একের পর এক ফাটল থেকে যে পরিমাণ ‘অ্যাকর্ন’ বাইরে বেরিয়ে আসে তা দেখে হতবাক ওই সংস্থার মালিক।


ওই বাড়িটির দেওয়াল খুঁড়ে সব মিলিয়ে প্রায় ৩৫০ কিলো ওক গাছের ফল সংগ্রহ করে নিকের সংস্থা। পরে দেওয়ালের ফাটলগুলিকেও মেরামত করে দেওয়া হয়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com