দেয়াল খুঁড়তেই প্রায় ৫০ লক্ষ টাকা , পুরোনো বলে জলেই গেল কি?
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৯
দেয়াল খুঁড়তেই প্রায় ৫০ লক্ষ টাকা , পুরোনো বলে জলেই গেল কি?
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্পেনে একটি পুরনো বাড়ি ভাঙতে গিয়ে দেওয়ালের মধ্যে লুকোনো ৬টি টিনের কৌটো উদ্ধার করেছেন সে দেশের এক ব্যবসায়ী। সেই কৌটো থেকে তিনি উদ্ধার করেন ৪৭ হাজার পাউন্ড। এত অর্থ উদ্ধার করার পর যারপরনাই খুশি হওয়ারই কথা ওই ব্যক্তির। কিন্তু অর্থ উদ্ধারের আনন্দ নিমেষে বদলে যায় বিষাদে।


এই পরিমাণ মূল্য উদ্ধার করে, আনন্দে আত্মহারা হয়ে ওই ব্যবসায়ী সোজা চলে যান সেই দেশের ব্যাংকে। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, উদ্ধার হওয়া নোটগুলি ২০ বছরের পুরোনো এবং বাতিল। তাই কোনোভাবে বিনিময় করাও সম্ভব নয়। ২০০২ সালের এই নোটগুলি অনেক দিন আগেই ‘ব্যাঙ্ক অফ স্পেন’ বাতিল ঘোষণা করেছে।


ওই ব্যক্তি বলেন, “পুরনো অচল নোটগুলি নিয়ে আর কিছু করার নেই জেনেও এক বার ব্যাঙ্কের উচ্চপদস্থ এক আধিকারিকের কাছে লিখিত ভাবে এই পরিস্থিতির কথা জানাই। তিনি বিবেচনা করে সেই পুরনো, বাতিল টাকার বিনিময়ে ৩০ লক্ষ নতুন টাকা দেওয়ার বন্দোবস্ত করেন।”


চার দশকের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ওই বাড়িটিতে এতগুলি টাকা কী ভাবে এল, তা অবশ্য জানা যায়নি। ওই ব্যবসায়ী বলেন, “বাতাসের আর্দ্রতা থেকে বাঁচিয়ে রাখার জন্যই হয়তো কেউ এই পরিমাণ অর্থ আলাদা আলাদা করে টিনের কৌটোয় ভরে রেখেছিলেন।”


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com