ফুড ব্লগার খেলেন লুপ্তপ্রায় হাঙর, জরিমানা দিলেন ১৫ লক্ষ টাকা!
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৪
ফুড ব্লগার খেলেন লুপ্তপ্রায় হাঙর, জরিমানা দিলেন ১৫ লক্ষ টাকা!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চিনের বাসিন্দা জ্যঁ মউমউ। তিনি একজন ব্লগার।


সমাজমাধ্যমে ছদ্মনামে সব অভাবনীয় পদ রান্না করে, খেয়ে অনুরাগীদের মন জয় করেন তিনি। রোজ নানা রকম ঘটনা দেখাতে গিয়ে তিনি সটান হাঙর রান্না করে ফেলেন। পুরো এই ঘটনাটি রেকর্ড করে, অনুরাগীদের জন্য সমাজমাধ্যমে নিজের চ্যানেলে পোস্টও করেন তিনি।


কোটি কোটি খাবার ‘ব্লগ’ চ্যানেলের মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে দর্শকদের নতুন কিছু জোগান দিয়েই যেতে হবে। কিন্তু রোজ রোজ এমন অভিনব ভাবনা ভাবাও তো সহজ নয়। এমন বিভিন্ন রকম বিস্ময়কর কাজ করতে গিয়ে জীবনের ঝুঁকিও নিতে হয় অনেককেই। যেমন নিয়েছিলেন জ্যঁ মউমউ-ও।


লুপ্তপ্রায় সাদা হাঙর রান্না করে খাওয়ার ভিডিও শেয়ার করেন তিনি। এরপর এই বন্যপ্রাণ হত্যার অপরাধে তাঁকে জরিমানা দিতে হয় প্রায় ১৫ লক্ষ টাকা।


ভিডিওটি পোস্ট করা মাত্রই তা দেশের গণ্ডী ছাড়িয়ে পড়ে নানা দিকে। পৃথিবীর নানা লুপ্তপ্রায় প্রাণীর মধ্যে একটি হল সাদা হাঙর। সেটিকেই বেআইনি ভাবে ধরার অভিযোগ ওঠে ওই মহিলা বিরুদ্ধে। শুধু তা-ই নয়, রান্না করার আগে ওই হাঙরটির সঙ্গে নানা রকম ভঙ্গিতে ছবি তুলে, সমাজমাধ্যমে পোস্টও করেন তিনি।


যদিও ওই প্রভাবীর দলের তরফে জানানো হয়েছে, মউমউ মাস দুয়েক আগে অনলাইনে প্রায় ১ লক্ষ টাকা ব্যয় করে মাছটি কিনেছিলেন। সুতরাং আইন ভাঙার কোনও প্রশ্নই নেই। তা সত্ত্বেও তাঁর কাছ থেকে প্রায় ১৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com