প্রিন্সেস ডায়ানার বেগুনি গাউন, বিক্রি হল ৫০ কোটি টাকায়!
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ১০:০৪
প্রিন্সেস ডায়ানার বেগুনি গাউন, বিক্রি হল ৫০ কোটি টাকায়!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নিলামে উঠেছিল প্রিন্সেস ডায়নার একটি বেগুনি গাউন। চলতি মাসের প্রথম দিকেই এই নিলামের খবর জানা গিয়েছিল। শুক্রবার, ২৭ জানুয়ারি নিউ ইয়র্কের ‘সোথেবিস’-এ বসেছিল এই নিলামের আসর। প্রায় ৫০ কোটি টাকায় বিক্রি হল এই রাজকীয় পোশাক।


‘সোথেবিস’-এর নিজস্ব ওয়েবসাইটে এই গাউনের আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৮০ হাজার ডলার থেকে ১ লক্ষ ২০ হাজার ডলারের মধ্যে। 


ডায়ানার এই পোশাকের জন্য চার জন ক্রেতা ছিলেন। শেষ পর্যন্ত ৫০ কোটি টাকায় বিক্রি হয় এই পোশাক। এর আগেও ডায়ানার প্রায় ৮০টি পোশাক নিলাম করে কয়েক কোটি টাকা উঠেছিল। সেই টাকা দেওয়া হয়েছিল ‘এডস ক্রাইসিস ট্রাস্ট’ এবং ‘রয়্যাল মার্সডেন’ হাসপাতালের তহবিলে। এ বারে নিলামে পাওয়া টাকা কোন খাতে লাগানো হবে, সে ব্যাপারে এখনও কিছু স্পষ্ট নয়।


প্রাক্তন প্রিন্সেস অফ ওয়েলসের নিলামে ওঠা এই গাউনটি বেগুনি সিল্কের এবং মখমলের যুগলবন্দিতে তৈরি হয়েছে। 


স্ট্র্যাপলেস এই বল গাউনটি ডায়ানার বিখ্যাত সব পোশাকগুলির মধ্যে পড়ে না ঠিকই। কিন্তু এই পোশাকটির ঐতিহাসিক তাৎপর্য কম নয়। ডায়ানা এই গাউনটি প্রথম পরেছিলেন ১৯৯১ সালে তাঁর একটি রাজকীয় পোর্টেট আঁকার জন্য। 


তারপর ১৯৯৭ সালে ডায়ানার মৃত্যুর কিছু দিন আগে একটি বিখ্যাত মাসিক পত্রিকা ‘ভ্যানিটি ফেয়ার’-এ বেগনি গাউনটি পরেই তাঁর একটি ছবি বেরিয়েছিল।


সূত্র: এনডিটিভি


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com