শিরোনাম
১৩০০ বছর আগে তৈরি এই হোটেল!
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৪
১৩০০ বছর আগে তৈরি এই হোটেল!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাহাড়, জঙ্গলে ঘেরা নিস্তব্ধ প্রান্তর। মাঝের একফালি উপত্যকায় মাথা তুলে হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে পৃথিবীর প্রাচীনতম হোটেল নিশিয়ামা অনসেন কেইয়ুনকান। জাপানের ইয়ামানশি পারফেকচার প্রদেশে অবস্থিত এই হোটেল। আসুন এক ঝলকে ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে পুরনো হোটেলটির অন্দরমহলে।


● ৭০৫ খ্রিস্টাব্দে অর্থাৎ আজ থেকে ১,৩১২ বছর আগে তৈরি হয়েছিল এই হোটেল।


● ৫২ প্রজন্ম ধরে এক জাপানি পরিবার নিশিয়ামা অনসেন কেইয়ুনকানের মালিক।


● গিনেসবুক অব ওয়ার্লড রেকর্ডসে পৃথিবীর প্রাচীনতম হোটেল হিসেবে নাম তুলেছে নিশিয়ামা।


● তবে নিশিয়ামার জনপ্রিয়তার মূল কারণ ঊষ্ণ প্রস্রবণ। ছয়টি প্রাকৃতিক উষ্ণ জলের ঝরনা রয়েছে এই হোটেলে।


● হোটেলের গা ঘেঁষে উঠে গেছে সবুজ পাহাড়। নিশিয়ামাকে জড়িয়ে রয়েছে পাহাড়ি ঝর্না। এমনই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে হাজার বছরের স্মৃতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই হোটেল।


● অথেন্টিক জাপানিজ খাবারের জন্য বিখ্যাত এই হোটেল।


● গোটা হোটেলে রয়েছে ৩৭টি বড় বড় ঘর।


● এই হোটেলে একটি রাত থাকতে গেলে আপনাকে গুণতে হবে ৫২ হাজার ইয়েন অর্থাৎ ভারতীয় মুদ্রায় করকরে ৩৪ হাজার টাকা।


● ঢোকার মুখেই রয়েছে হট স্প্রিং ফাউন্টেইন।


● তৎকালীন জাপানি সম্রাটের পুত্র ফুজিওয়ারা মাহিতো তৈরি করেছিলেন নিশিয়ামা অনসেন কেইয়ুনকান।


● ১৯৯৭ সালে পুরনো ডিজাইন প্রায় একইরকম রেখে নতুনভাবে সাজানো হয়েছিল নিশিয়ামা।


● প্রকৃতির কোলে এমনই স্নানের ব্যবস্থা রয়েছে নিশিয়ামায়।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com