শিরোনাম
উটের জন্য ফাইভ স্টার হোটেল নির্মাণ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২২, ০৯:২২
উটের জন্য ফাইভ স্টার হোটেল নির্মাণ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

উটের সুন্দরী প্রতিযোগিতার রেশ কাটতে না কাটতেই উটদের জন্য ১২০ কক্ষ বিশিষ্ট ফাইভ স্টার হোটেল নির্মাণের খবর জানালো সৌদি আরব। বিশ্বে উটদের জন্য সৌদি আরবই প্রথম এ ধরনের সুবিধা চালু করেছে।


এ ব্যাপারে সৌদি ক্যামেল ক্লাবের মুখপাত্র মোহাম্মদ আল হারবি জানান, উটদের জন্য এই অভিনব হোটেলে থাকবে রুম সার্ভিস, হাউস কিপিং, উটের যত্মআত্তি ও দেখভাল করার সকল সুবিধা। ৫০ জনের বেশি শ্রমিক হোটেলে উটদের এসব সেবা দেয়ার জন্য নিয়োজিত থাকবেন।


দ্য রেস্ট অ্যাশিউরড নামের হোটেলটিকে খাবার, গরম দুধ ও উটের দেখভালের জন্য ফাইভ স্টার সার্ভিস দেয়া হবে। এক ভিডিও প্রেজেন্টেশনে মোহাম্মদ আল হারবি এটা জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের হোটেল বিশ্বে এই প্রথম। এই হোটেল ব্যতিক্রমী ও নতুন আঙ্গিকের। ঘর পরিষ্কার করা থেকে শুরু করে উষ্ণ শীতাতপনিয়ন্ত্রণ, সব সুবিধাই এই হোটেলে পাওয়া যাবে।


এতো সুযোগ-সুবিধা সম্পন্ন হোটেলের ভাড়াটাও একটু চড়া। এই হোটেলে উটকে রাখতে হলে প্রতিরাতের জন্য গুনতে হবে ৪০০ সৌদি রিয়েল (বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার টাকার বেশি)।


সৌদি ঐহিত্যের সঙ্গে সংশ্লিষ্ট উট দেশটিতে জনপ্রিয় প্রাণী। জীবনভর মরুভূমিতে কাটানোর জন্য উটকে বলা হয় ‘মরুর জাহাজ।’


সম্প্রতি দেশটিতে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হয়ে গেলো বাদশাহ আব্দুল আজিজ উট উৎসব। প্রতিযোগিতায় সবচেয়ে সুন্দর নির্বাচিত উটের মালিককে পুরস্কার হিসেবে ৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার দেয়া হয়।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com