
গারদ ভেঙে কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা তো অনেক শুনেছেন। কিন্তু বাইরে থেকে গারদ ভেঙে থানায় ঢোকার কথা হয়তো কখনো শোনেননি। বাস্তবে বাইরে থেকে গারদ ভেঙে থানায় ঢোকার চেষ্টাই করা হয়েছে। তবে এই চেষ্টা কোনো মানুষ নয়, করেছে একটা হাতি। সঙ্গে হাতির শাবকও ছিলো।
ভারতের কেরালায় এই ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।
ভারতের কেরালায় রয়েছে বিপুল সংখ্যক হাতি। এই হস্তিকূল একদিকে যেমন ওই অঞ্চলের পর্যটনের বড় আকর্ষণ, অন্যদিকে মাঝে মাঝে এই হাতির হয়ে ওঠে বিপত্তির কারণ। বিশেষ করে হাতির আক্রমণে স্থানীয়রা বেশ বিপাকেই পড়েন।
সম্প্রতি কেরালা পুলিশ শাবকসহ ওই হাতির থানা ‘সফরের’ ভিডিও টুইটারে পোস্ট করেছেন। ভিডিওতে তাদের থানায় ‘অনুপ্রবেশের’ চেষ্টা করতে দেখা গেছে। টুইটারে অবশ্য কেরালা পুলিশ একটু মজা করার লোভ সামলাতে পারেনি। ভিডিওর সঙ্গে জুড়ে দিয়েছেন বিখ্যাত মালালায়াম সিনেমার ডায়লগ।
অবশ্য এভাবে মানুষের মাঝে এসে হাতির তাণ্ডবের ঘটনা কেরালায় বিরল নয়। সম্প্রতি আসামের এক ব্যক্তিকে এক হাতির তাড়া করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, হাতিটি ওই ব্যক্তিকে শস্যক্ষেতের মধ্যদিয়ে টেনে নিয়ে যাচ্ছে।
বিবার্তা/ইমরান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]