শিরোনাম
মানব শরীরের মজার তথ্য
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৬, ১১:২৫
মানব শরীরের মজার তথ্য
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মানব শরীর স্রষ্টার এক অপার রহস্য। বিজ্ঞানীরা মানব শরীরের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন। তবে এখনও মানব শরীরের অনেক রহস্য বিজ্ঞানীরা উদঘাটন করতে পারেনি। মানব শরীরের মজার কয়েকটি তথ্য নিচে তুলে ধরা হলো:


১. একজন স্বাভাবিক স্বাস্থ্যবান মানুষ ২৪ ঘণ্টায় যা করে:


ক. ২৩,০৪০ বার শ্বাস প্রশ্বাস নেয়।


খ. ৭,৫০০ লিটার রক্ত পাম্প করে


গ. প্রতিরাতে গড়ে ১-১.৫ মিনিট স্বপ্ন দেখে।


ঘ. হৃৎপিণ্ড ১,৩০,৬৮০ বার স্পন্দিত হয়।


ঙ. গড়ে প্রায় ৪,৮০০ টি কথা বলে।


চ. ১ সের ২ ছটাক পানি পান করে।


ছ. মাথার মগজের ৭০ লাখ কোষ কোন না কোন কাজ করে।


জ. মাথার চুল ০.০১৭১৪ ইঞ্চি বাড়ে।


ঝ. সকালের তুলনায় সন্ধ্যায় উচ্চতা ১ সে.মি. হ্রাস পায়।


২. মানব শরীরে ৭০ শতাংশ পানি ও ১৮ শতাংশ কার্বন রয়েছে।


৩. একজন মানুষের হৃৎপিণ্ড তার মুষ্টিবদ্ধ হাতের সমান।


৪. হৃৎপিণ্ড যেমনটা ভাবা হয় বুকের বামদিকে আসলে তা নয়. এটা মাঝখানেই তবে বামদিকে এক-তৃতীয়াংশ প্রসারিত।


৫. মানুষের শরীরে গিরার সংখ্যা ১০০ টি.


৬. চোখের একটা পলক ফেলতে ০.৪ সেকেন্ড সময় লাগে।


৭. মাথায় প্রতিদিন প্রায় ১০০টি চুল গজায়।


৮. সুস্থ্ দেহে রক্তের গতিবেগ ঘণ্টায় ৭ মাইল।


৯. একজন মানুষের গড় ক্ষমতা ০.১৪৩ অশ্ব ক্ষমতা।


১০. স্বাভাবিক জীবন বেঁচে থাকলে মানুষ সাধারণত ২,৫০,০০,০০০ বার কাঁদে।


১১. মেয়েদের চেয়ে ছেলেদের নখ দ্রুত বাড়ে।


১২. একজন মানুষের সারা জীবনের হাতের আঙ্গুলের নখের বৃদ্ধিপ্রাপ্ত মোট দৈর্ঘ্য গড় হিসেবে ২৮ মিটার।


১৩. জন্মের প্রথম বছরে একটি মানব শিশুর মুখ থেকে প্রায় ১৪৬ লিটারের সমপরিমাণ লালা নিঃসৃত হয়।


১৪. জন্মের প্রথম দুই বছরে একটি মানব শিশু হামাগুড়ি দিয়ে প্রায় ১৫০ কি.মি. দূরত্ব আতিক্রম করে।


১৫. একজন মানুষ প্রতিদিন ৬ ঘণ্টা ঘুমালে সে যদি ৫০ বছর বাঁচে তবে তার জীবনের ১২.৫ বছর ঘুমের মধ্যে কাটে।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com