শিরোনাম
দুনিয়ার কিছু আজব তথ্য
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ১৩:৪৫
দুনিয়ার কিছু আজব তথ্য
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

● facetious and abstemious এই দুইটা শব্দ হল এমন শব্দ যা কিনা সবগুলো vowel (স্বরবর্ণ) ধারণ করে এবং তা vowel এর ক্রমানুযায়ী


● adcomsubordcomphibspac সবচেয়ে বড় আদ্যক্ষর। এটা নৌবাহিনী তে প্রশাসনিক নির্দেশ বোঝানর জন্য ব্যবহার করা হয়।


● stewardesses হল সবচেয়ে বড় শব্দ যা কিনা কী বোর্ড এ বাম হাত দিয়ে লিখা যায়।


● rhythms হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিনা কোন সাধারণ স্বরবর্ণ (vowel) ছাড়াই উচ্চারিত হয়।


● almost হল সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ যা সঠিক বর্ণ ক্রম অনুযায়ী উচ্চারিত হয়।


● পৃথিবীতে মোট জনসংখ্যার ১১% বাম হাত দিয়ে লিখে।


● মানব দেহের সম্পূর্ণ হাড়ের ২৫% হাড় তার পায়ে অবস্থিত


● মানুষ তার ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে তার ৯০% ভুলে যায়।


● মানুষ সেই সব বিষয়ে স্বপ্ন দেখে যা সে জানে অথবা যা সে চিন্তা করে।


● যত মানুষ স্বপ্ন দেখে তার ১২% মানুষ এর স্বপ্ন হয় সাদা কালো । বাকি ৮৮% মানুষের স্বপ্ন রঙ্গিন ।


● মানুষ যখন ঘুমের মধ্যে নাক ডাকে তখন সে স্বপ্ন দেখে না।


● একটি সতেজ আপেল এর ৮৪% শুধু পানি।


● বাদুড় হল একমাত্র স্তন্যপায়ী প্রাণী যা উড়তে পারে


● বিড়াল এর এক একটা কানে ৩২টা করে মাসল থাকে.।


● শিম্পাঞ্জি রা আয়নায় নিজেদের চিনতে পারে কিন্তু বাঁদররা পারে না।


● একটি গঙ্গা ফড়িং ২৫ মাইল/ ঘণ্টা উড়তে পারে এবং এরা বাঁচে মাত্র ২৪ ঘণ্টা।


● একটা মাছ তার স্মৃতি ধরে রাখতে পারে মাত্র ৩ সেকেন্ড।


● একটা জলহস্তী যদি তার মুখ খুলে তাহলে অনায়াসে একটা ৪ ফুটের বাচ্চা তার মুখের মধ্যে থাকতে পারবে।


● মানুষের মাথা দেহ থেকে আলাদা করার পর ও ১৫ থেকে ২০ সেকেন্ড সচেতন অবস্থায় থাকে।


● হামিং বার্ড সেকেন্ড এ ৯০ বার তার পাখা নাড়াতে পারে, মিনিটে প্রায় ৫০০০ বার, এবং হামিং বার্ড এর ওজন একটা পয়সার সমান।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com