শিরোনাম
গরমে ক্রমশ ছোট হচ্ছে পাখিদের আকৃতি!
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২১, ০৯:২৮
গরমে ক্রমশ ছোট হচ্ছে পাখিদের আকৃতি!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশে নানা ধরনের প্রভাব পড়ছে। যা আদতে অবশ্য ক্ষতিই করছে প্রকৃতির। যেমন- দীর্ঘ গবেষণার পরে বিজ্ঞানীরা জানতে পেরেছেন, পাখির আকার-আকৃতি ক্রমশ ছোট হচ্ছে।


বিশ্ব উষ্ণায়নের সঙ্গে মোটেই খাপ খাওয়াতে পারছে না এক শ্রেণির পাখির দল। গরম ও শুষ্ক পরিবেশ পাখিদের কাছে স্ট্রেসফুল হয়ে উঠছে বলেই ধারণা ভারতীয় একদল গবেষকের।


তারা ব্যাখ্যা করছেন- শরীরের আকার বড় থাকলে, যেমন পাখিদের ক্ষেত্রে ডানা বড় হলে তা চালাতে তাদের শরীরে যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তি প্রয়োগ করলে গরম পরিবেশে পাখিদের শরীরে স্ট্রেস তৈরি হয়। কিন্তু শরীর ছোট হলে এই সমস্যা হয় না। এনার্জি কম খরচ হয়। তখন তাদের শরীর দ্রুত উষ্ণ হয়ে ওঠে না। শরীর তুলনায় ঠান্ডা থাকে।
বিষয়টাতেই অভিযোজিত হচ্ছে পাখির দল। ফলে দিন দিন তাদের আকার আকৃতি ছোট হয়ে যাচ্ছে বলে মত বিজ্ঞানীদের। সমস্ত গবেষণাটাই করা হয়েছে আমাজনের রেইনফরেস্টের এক অংশের পাখিদের উপর।


বিবার্তা/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com