শিরোনাম
কচ্ছপ বাঁচাতে প্রায় ৪৫ কিমি পথ অতিক্রম!
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ০১:২৫
কচ্ছপ বাঁচাতে প্রায় ৪৫ কিমি পথ অতিক্রম!
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চা বাগানের কর্মী যা করলেন, তা বন্যপ্রাণী সংরক্ষণ প্রচারের হাতিয়ার হতে পারে। সরীসৃপ প্রাণী কচ্ছপ পাচারের খবর তো মাঝেমধ্যেই সামনে আসে। কচ্ছপ ধরে মেরে খেয়ে ফেলার খবরও নতুন কিছু নয়। কিন্তু ছোট্ট একটি কচ্ছপ খুঁজে পেয়ে তাকে যদি বাঁচাতে উদ্যোগী হন কেউ, তা কুর্নিশ করার মতোই বটে।


ভারতের শিলিগুড়ি লাগোয়া বন্ধুনগর এলাকার একটি ছোট্ট চা-বাগানের নর্দমা থেকে মহাদেব পাল উদ্ধার করেন কচ্ছপটিকে। খেয়ে ফেলেননি। কাউকে মারতেও দেননি। সোজা হাজির হন জলপাইগুড়িতে। গোরুমারা বন দপ্তরে। প্রায় ৪৫ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় তাকে। এর পর মহাদেববাবু বন দপ্তরের কর্তাদের হাতে তুলে দেন কচ্ছপটিকে।


ছোট্ট এক চা বাগানের এক কর্মী মহাদেব পালের এই কাজে অভিভূত বন দপ্তরের কর্তারা।


বনকর্মী সুভাষ চক্রবর্তী বলেন, কচ্ছপটি উদ্ধার করে আমাকে খবর দেয়া হয়। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কচ্ছপটিকে নিয়ে গোরুমারার জঙ্গলে ছেড়ে দিতে আসি। আজকাল এমন কচ্ছপ পেলে অনেকে মেরে ফেলেন। এই জায়গায় কচ্ছপকে উদ্ধার করে জলপাইগুড়ি আনা অনেক বড় ব্যাপার।


তিনি আরো বলেন, এই ছোট ব্যাপারটির অনেক বড় মানুষের পরিচয় বহন করে। জানিনা তিনি কতো বড় মনের মানুষ। তবে তিনি আমার দেখা সবচেয়ে বড় মানুষ। তার জন্য দোয়া করি।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com