শিরোনাম
অ্যালকোহল নিয়ে মজার কয়েকটি তথ্য
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৬, ১৫:১৪
অ্যালকোহল নিয়ে মজার কয়েকটি তথ্য
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

● পৃথিবীতে প্রতি দশ সেকেন্ডে একজন অ্যালকোহল পান করে মারা যায়।


● মানুষের ব্রেইনের কোষগুলো মাত্র ৬ মিনিটের মধ্যেই অ্যালকোহল এর প্রতি সাড়া দেয়।


● অ্যালকোহল পাকস্থলিতে পরিপাক হয় না, এটি সরাসরি রক্তপ্রবাহের সঙ্গে মিশে যায়।


● মদ পানের ফলে মানুষ কোনো কিছুই ভুলে যায় না বরং অধিক অ্যালকোহল পানের ফলে আমাদের ব্রেইন পূর্বের ঘটনা স্মরণ করার ক্ষমতা হারিয়ে ফেলে।


● যে সব ব্যক্তির চোখের মণি নীল তাদের অ্যালকোহল সহ্য ক্ষমতা অন্যদের চেয়ে তুলনামূলকভাবে বেশি।


● পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিয়ারের মধ্যে প্রায় ৬৭.৫% অ্যালকোহল রয়েছে এই পর্যন্ত।


● শরীরে মদের বিষক্রিয়ার ফলে আমেরিকায় প্রতিদিন ৬ জন মানুষ মারা যায়।


● ব্রিটেনের সংসদে অ্যালকোহল সম্পূর্ণ নিষেধ তবে ব্যতিক্রম হিসেবে একমাত্র চ্যান্সেলর বার্ষিক বাজেট ঘোষণার সময় অ্যালকোহল পান করতে পারবেন।


● এক গবেষণায় দেখা গেছে মানুষ যখন অধিকতর গোলাকার পেয়ালা দিয়ে মদ পান করার সময় কিছুটা ধীরে এবং সাধারণ গ্লাস দিয়ে অধিক দ্রুত পান করে।


● মহাবীর আলেক্সান্ডার তার সৈন্যদের মধ্যে একবার মদ পানের প্রতিযোগিতার আয়োজন করেছিলেন, ঘটনাস্থলেই ২০ জন্য সৈন্য মারা যায়।


বিবার্তা/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com