শিরোনাম
স্ট্যাচু অব লিবার্টির কয়েকটি অজানা তথ্য
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৭, ১৪:৪৯
স্ট্যাচু অব লিবার্টির কয়েকটি অজানা তথ্য
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

● স্ট্যাচু অব লিবার্টি এক সময় লালচে বাদামি রঙের ছিল


● স্ট্যাচু অব লিবার্টি প্রথমে মিসরের জন্যেই বানানো হয়।


● স্ট্যাচু অব লিবার্টি দেখতে প্রতি বছর ৩২ লাখ মানুষ সেখানে যান।


● স্ট্যাচু অব লিবার্টির পুরো নাম হলো ‘Liberty Enlightening The World’।


● স্ট্যাচু অব লিবার্টির মাথায় যে সাতটি স্পাইক রয়েছে ওগুলি পৃথিবীর ৭টি মহাসাগর এবং সাতটি মহাদেশকে ইঙ্গিত করে।


● স্ট্যাচু অব লিবার্টি মূলত রোমান প্যাগানের দেবী লিবারটাস থেকে অনুপ্রাণিত।


● স্ট্যাচু অব লিবার্টির মাথাটি ১৮৭৮ সালে প্যারিসে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ডস ফেয়ার’-এ প্রদর্শন করানো হয়।


● স্ট্যাচু অব লিবার্টির কোমরটি ৩৫ ফুট (১০.৬ মিটার)।


● স্ট্যাচু অব লিবার্টির হাতে থাকা মশালটি ১৯৮৪ সালে পরিবর্তন করা হয় সোনার আবরণযুক্ত তামা দ্বারা।


● স্ট্যাচু অব লিবার্টির বাড়ি বলে পরিচিত লিবার্টি আইল্যান্ডে একটি পরিবার বসবাস করে!


● স্ট্যাচু অব লিবার্টি প্রতি বছর প্রায় ৬০০ বজ্রপাতের শিকার হয়।


● স্ট্যাচু অব লিবার্টির জুতার মাপ ৮৭৯!


● স্ট্যাচু অব লিবার্টির মূল কাঠামোর নকশাটি করেন গুস্তাভো আইফেল যিনি কিনা আইফেল টাওয়ারের নকশাকার।


● স্ট্যাচু অব লিবার্টির রেপ্লিকা পাকিস্তান, মালেশিয়া, তাইওয়ান, ব্রাজিল এমনকি চীনেও রয়েছে।


● স্ট্যাচু অব লিবার্টি মূলত লাইটহাউস হিসেবে ব্যবহার করার জন্যেই তৈরি করা হয় কিন্তু সেক্ষেত্রে ওই রকম কাজে এটি সফলতা দেখেনি।


● স্ট্যাচু অব লিবার্টি এবং এটির বেদীটি বানাতে খরচ হয় পাঁচ লাখ আমেরিকান ডলার যার বর্তমান মূল্য এক কোটি আমেরিকান ডলার!


● স্ট্যাচু অব লিবার্টির মাথাটা ভাস্করের মায়ের মুখের সাথে মিল রেখে করা হয়।


● স্ট্যাচু অব লিবার্টি ১৯৮০ সালে গ্যালভানিক ক্ষয়ের শিকার হয়ে একটি দৈত্যাকৃতির ব্যাটারিতে পরিণত হয়, কারণটি এটির রঙ এবং ধাতুটির অবস্থান লবণাক্ত পানির সংস্পর্শে হওয়ার ফলে।


● স্ট্যাচু অব লিবার্টি যে লিবার্টি আইল্যান্ডের উপর দাঁড়ানো অবস্থায় রয়েছে সেটির পানির তলদেশটি নিউ জার্সির অংশ, নিউ ইয়র্কের নয়।


● স্ট্যাচু অব লিবার্টি যদি বর্তমান সময়ে নির্মাণ করা হতো তাহলে এর নির্মাণ খরচ পড়তো ১২ লাখ আমেরিকান ডলার।


● স্ট্যাচু অব লিবার্টির যে পোস্টকার্ডটি রয়েছে সেটির ছবিটি মূল স্ট্যাচু অফ লিবার্টি নয়, সেটি লাস ভেগাসের রেপ্লিকার ছবি।


● স্ট্যাচু অব লিবার্টি মূলত ঐতিহ্যবাহী পোশাক পরা এক মুসলিম নারী বলে ধারণা করা হয়। তথ্যসূত্র: ফ্যাক্টস্লাইডভ।


বিবার্তা/জিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com