
গ্রিস্মের দাবদাহে এক পশলা বৃষ্টি বড়ই কাম্য। কিন্তু মন চাইলেই তো আর বৃষ্টি পাওয়া যায় না। বিষয়টি প্রকৃতির ওপর নির্ভর। কিন্তু বিজ্ঞানের বদৌলতে কৃত্রিম বৃষ্টিতেই সিক্ত হলো দুবাইয়ের বাসিন্দারা।
সূত্র জানায় সেখানকার তাপমাত্রার পারদ ছাড়িয়ে গিয়েছিল ৫০ ডিগ্রি সেলসিয়াসে। গরমে নাজেরহাল শহরবাসীকে স্বস্তি দিতে ড্রোন প্রযুক্তির সাহায্যে নামানো হয় কৃত্রিম বৃষ্টি। ড্রোনের সাহায্যে আকাশে তৈরি করা হয়েছে মেঘ, যাকে বিজ্ঞানীরা বলছেন মেঘ বপন পদ্ধতি। সেই মেঘের মধ্যে ইলেকট্রিক্যাল চার্জ দিয়ে নামানো হয় বৃষ্টি।
বিষয়টি আগে থেকেই জানিয়ে দেয়ায় বৃষ্টিতে ভিজে নাকাল হতে হয়নি দুবাইবাসীকে। বরং প্রচণ্ড গরমের পর স্বস্তির বৃষ্টি উপভোগ করেছেন তারা। এর আগে যুক্তরাষ্ট্রেও কৃত্রিম বৃষ্টি নামানো হয়েছিল।
বিবার্তা/আরকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]