
পাহাড় থেকে পড়ে মারা গেছেন হংকংয়ের ইনস্টাগ্রাম তারকা সোফিয়া চেয়াং (৩২)। বৃহস্পতিবার (১৫ জুলাই) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি স্টার জানায়, শনিবার (১০ জুলাই) সোফিয়া হা পাক লাই নেচার পার্কে তিন বন্ধুকে নিয়ে বেড়াতে যান। তিনি সেখানেই একটি পাহাড়ি ঝর্ণা ওপরে ঝুলে সেলফি তোলার সময় তার হাত পিছলে যায়। প্রায় ১৬ ফিট নিচে পড়ে গিয়ে তিনি আঘাত পান। হাসপাতালে নেয়ার পথে সোফিয়া মারা যান।
সোফিয়ার ইনাস্টগ্রাম পেজে দেখা যায়, তিনি প্রায়ই হাইকিং ও কায়াকিং করতেন। নতুন নতুন জায়গা ঘুরে বেড়ানো ও ছবি তোলা ছিলো তার পছন্দের। উচু পাহাড় থেকে ভয়ংকর ভঙ্গিতে ঝুলে স্টান্টবাজি করে ছবি তুলতেন প্রায়ই। সেই বিপদজনক শখই শেষমেষ তার জীবন কেড়ে নিলো।
বিবার্তা/বিদ্যুৎ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]