
ঘোড়া বা হাতির পিঠে চেপে নাচতে নাচতে বিয়ে করতে যাওয়ার শখ অনেকেরই থাকে। কিন্তু করোনা মহামারির মধ্যে গাড়ির বনেটে চেপে বিয়ে করতে বের হয়ে গ্রেফতার হলেন ভারতের মহারাষ্ট্রের ২৩ বছর বয়সী এক তরুণী।
মঙ্গলবার (১৩ জুলাই) সকালে পুণের বাসিন্দা ওই তরুণী সাসওয়াদ যাচ্ছিলেন বিয়ে করতে। গাড়িতে ছিলেন তার পরিবার-পরিজনেরা। শুধু গাড়ির বনেটে চেপে ক্ষান্ত থাকা নয়, তা ক্যামেরাবন্দিও করেছেন তিনি। সেই ভিডিও এখন ভাইরাল।
গাড়ির বনেটে চেপে বাইরে বের হওয়ার জন্য মোটরযান আইনে ওই তরুণীকে গ্রেফতার করেছে লোনি কালভোর পুলিশ।
এ বিষয়ে এক পুলিশ কর্মকর্তা জানান, ওই তরুণীর পাশাপাশি যারা গাড়িতে ছিলেন আর যিনি ছবি তুলছিলেন, প্রত্যেককেই গ্রেফতার করা হয়েছে। তাদের কারো মুখে মাস্ক ছিলো না। তাদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন, মহারাষ্ট্র কোভিড আইনে মামলা দায়ের হয়েছে।
বিবার্তা/বিদ্যুৎ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]